ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী?
ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী? |
What is the reason for the failure of the Faraji Movement?
১৮২০ সালে ফরিদপুর জেলার বাহাদুরপুরের মৌলবি হাজী শরীয়তুল্লাহ ফরাজী আন্দোলন শুরু করেন। ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও এটা ছিল মূলত কৃষক আন্দোল।
বিভিন্ন কারণে এই আন্দোলন ব্যর্থ হয় :
- দুদুমিয়াঁর মৃত্যুর পর তাঁর পুত্র নোয়া মিয়া ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে ইসলামের শুদ্ধিকরণ আরম্ভ করায় হিন্দুরা এর থেকে সরে যায়।
- এই আন্দোলন শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ ছিল? সারা দেশে ছড়িয়ে পড়েনি।
- কোম্পানির সরকার, জমিদার, নীলকর সাহেব, মহাজনদের মিলিত জোটের বিরুদ্ধে বিদ্রোহীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অসফল হন।
------------xx------------
ফরাজি আন্দোলন সম্পর্কিত আরও প্রশ্ন :
- ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
- দার উল হারব এবং দারুল ইসলাম কথার অর্থ কি?
- দুদুমিঞা স্মরণীয় কেন?
- ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী? (তুমি এখন এখানে আছো)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন