দার উল হারব এবং দারুল ইসলাম কথার অর্থ কি?
দার উল হারব কথার অর্থ :
দার-উল-হারব শব্দের অর্থ হলো বিধর্মীদের দেশ। বাংলাদেশ ওয়াহাবি ও ফরাজী আন্দোলনের সময় এই শব্দটি ব্যবহার করে ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে 'বিধর্মীদের শাসিত দেশ' বলে চিহ্নিত করা হয় এবং জনগণকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নেয়ার ডাক দেওয়া হয়।দারুল ইসলাম কথার অর্থ :
অন্যদিকে দার-উল-ইসলাম শব্দের অর্থ হলো ইসলামের পবিত্র ভূমি বা দেশ। আন্দোলনকারীরা ব্রিটিশ শক্তিকে হঠিয়ে দেশকে ধর্মপ্রাণ মুসলিমদের বাসযোগ্য করে তোলার কথা বলে তাদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উৎসাহিত করার জন্য এই শব্দটি ব্যবহার করতো।
বিকল্প প্রশ্ন :
১) ওয়াহাবী ও ফরাজি আন্দোলনকারিরা ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে দার-উল-হারব বলতো কেন? দার-উল-ইসলাম কথাটা তারা কী অর্থে ব্যবহার করতেন?
অন্যান্য প্রশ্ন :
- ভারতীয় অরণ্য আইন কী?
- ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল?
- বারাসাত বিদ্রোহ কী?
- বাঁশেরকেল্লা কী?
- খুৎকাঠি প্রথা কী?
- দাদন প্রথা কী?
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
- ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য আদর্শ কী ছিল?
- ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
- তিতুমীর স্মরণীয় কেন?
- দুদুমিয়া স্মরণীয় কেন?
- দামিন-ই-কোহ কী?
- মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জীর ভূমিকাকী ছিল?
- নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কী ছিল?
- 'দার-উল-হারব' এবং 'দার-উল- ইসলাম' কথার অর্থ কী?
- নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত লেখ।
- চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন