দাদন প্রথা :
‘দাদন’ হল ধরনের ঋণ দেওয়া বা নেওয়ার ব্যবস্থা। 18 শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে বস্ত্র শিল্পের প্রয়োজনে নীলের চাহিদা বাড়ে।ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিক লাভের আশায় বাংলার নীলচাষীদের অগ্রিম টাকা দিয়ে (ঋণ দিয়ে) নীল চাষে বাধ্য করতে থাকে।
কৃষি জমিতে নীল চাষে বাধ্য করানোর জন্য নীলকরদের দ্বারা নীলচাষীদের দেওয়া এই অগ্রিম টাকা বা ঋণ দেওয়ার প্রথা ‘দাদন’ নামে পরিচিত।
অন্যান্য প্রশ্ন :
- ভারতীয় অরণ্য আইন কী?
- ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল?
- বারাসাত বিদ্রোহ কী?
- বাঁশেরকেল্লা কী?
- খুৎকাঠি প্রথা কী?
- দাদন প্রথা কী?
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
- ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য আদর্শ কী ছিল?
- ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
- তিতুমীর স্মরণীয় কেন?
- দুদুমিয়া স্মরণীয় কেন?
- দামিন-ই-কোহ কী?
- মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জীর ভূমিকাকী ছিল?
- নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কী ছিল?
- 'দার-উল-হারব' এবং 'দার-উল- ইসলাম' কথার অর্থ কী?
- নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত লেখ।
- চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন