অরণ্য আইনের উদ্দেশ্য / কারণ :
ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করার কারণ গুলি হল :১) অষ্টাদশ শতকের শুরুতে ভারতে ব্রিটিশশাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নতুন নতুন শহর নির্মাণ
২) প্রশাসনিক ভবন, জাহাজ তৈরি, রেলপথ প্রতিষ্ঠা ইত্যাদির জন্য কাঠের প্রয়োজন হয়ে পড়ে,
৩) এ ছাড়া, আদিবাসীদের পরিশ্রমে তৈরি কৃষিজমি থেকে রাজস্ব আদায়।
উপরোক্ত উদ্দেশ্য সামনে রেখে ব্রিটিশ সরকার ১৮৬৫ (প্রথম), ১৮৭৮(দ্বিতীয়) ও ১৯২৭ খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ করে। ফলে, উপজাতি সম্প্রদায়গুলি অরণ্যের অধিকার থেকে বঞ্চিত হয়।
বিকল্প প্রশ্ন :
১) ব্রিটিশ সরকার প্রথম ও দ্বিতীয় অরণ্য আইন কবে পাস করে? এই আইন পাশের উদ্দেশ্য কী ছিলো?
২) অরণ্য আইন পাশের উদ্দেশ্য বা কারণ কী ছিল?
এই অধ্যায়ের অন্যান্য প্রশ্ন ও উত্তর :
- ভারতীয় অরণ্য আইন কী?
- ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল?
- বারাসাত বিদ্রোহ কী?
- বাঁশেরকেল্লা কী?
- খুৎকাঠি প্রথা কী?
- দাদন প্রথা কী?
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
- ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য আদর্শ কী ছিল?
- ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
- তিতুমীর স্মরণীয় কেন?
- দুদুমিয়া স্মরণীয় কেন?
- দামিন-ই-কোহ কী?
- মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জীর ভূমিকাকী ছিল?
- নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কী ছিল?
- 'দার-উল-হারব' এবং 'দার-উল- ইসলাম' কথার অর্থ কী?
- নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত লেখ।
- চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন