নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জীর ভূমিকা :
১৮৫৯-৬০ সালে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে নীল চাষীরা স্বতঃস্ফূর্তভাবে ও সংঘবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল বাংলার ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত।এই বিদ্রোহকে বাঙালি বুদ্ধিজীবীদের একাংশ সমর্থন করে নীল চাষীদের পক্ষে দাঁড়ায়। এদের মধ্যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় বিশেষভাবে উল্লেখযোগ্য।
১) তিনি তার পত্রিকার মাধ্যমে নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশ করে নীল বিদ্রোহীদের পক্ষে জনমত গঠন করেন।
২) তার নীলা নিরলস প্রচেষ্টা ও ক্ষুরধার লেখনীর গনি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ইংরেজদের সম্পর্কে মোহভঙ্গ ঘটে এবং তারা কৃষকদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে।
৩) এছাড়া তিনি নীলচাষীদের আর্থিক সহায়তা এবং মামলা মোকদ্দমা চালানোর ক্ষেত্রে আইনি সহায়তার ব্যবস্থা করে বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিলেন।
বিকল্প প্রশ্ন :
১) নীল বিদ্রোহ কত সালে হয়? নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জীর ভূমিকা কি ছিল?
অন্যান্য প্রশ্ন :
- ভারতীয় অরণ্য আইন কী?
- ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল?
- বারাসাত বিদ্রোহ কী?
- বাঁশেরকেল্লা কী?
- খুৎকাঠি প্রথা কী?
- দাদন প্রথা কী?
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
- ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য আদর্শ কী ছিল?
- ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
- তিতুমীর স্মরণীয় কেন?
- দুদুমিয়া স্মরণীয় কেন?
- দামিন-ই-কোহ কী?
- মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জীর ভূমিকা কী ছিল?
- নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কী ছিল?
- 'দার-উল-হারব' এবং 'দার-উল- ইসলাম' কথার অর্থ কী?
- নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত লেখ।
- চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন