মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে খুৎকাঠি প্রথা বা যৌথ মালিকানা ব্যবস্থা বাতিল করে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করে।এছাড়া তাদের
১) চিরাচরিত আইন শাসন ও বিচার ব্যবস্থা ভেঙে দেয়,
২) তাদের বেগার শ্রম দিতে বাধ্য করে,
৩) ইংরেজ আশ্রিত বহিরাগত জমিদার ও মহাজনদের জমি জায়গা দখল করে,
৪) নামমাত্র মজুরিতে চা বাগানে কাজ করতে বাধ্য করে এবং
৫) সর্বোপরি নানা কৌশলে মিশনারীরা তাদের খৃষ্টধর্মে ধর্মান্তরিত করতে থাকে।
এ সমস্ত কারণে বিরসা মুন্ডার নেতৃত্বে একটি নতুন ধর্মের প্রচার করে মুন্ডারা ঐক্যবদ্ধ হয় এবং বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহের লক্ষ্য ছিল বহিরাগতদের বিতাড়িত করে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করা।
২) তাদের বেগার শ্রম দিতে বাধ্য করে,
৩) ইংরেজ আশ্রিত বহিরাগত জমিদার ও মহাজনদের জমি জায়গা দখল করে,
৪) নামমাত্র মজুরিতে চা বাগানে কাজ করতে বাধ্য করে এবং
৫) সর্বোপরি নানা কৌশলে মিশনারীরা তাদের খৃষ্টধর্মে ধর্মান্তরিত করতে থাকে।
এ সমস্ত কারণে বিরসা মুন্ডার নেতৃত্বে একটি নতুন ধর্মের প্রচার করে মুন্ডারা ঐক্যবদ্ধ হয় এবং বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহের লক্ষ্য ছিল বহিরাগতদের বিতাড়িত করে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করা।
বিকল্প প্রশ্ন :
১) মুন্ডারা কেন বিদ্রোহ করেছিল?
২) মুন্ডা বিদ্রোহের কারণ কী ছিলো?
অন্যান্য প্রশ্ন :
- ভারতীয় অরণ্য আইন কী?
- ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল?
- বারাসাত বিদ্রোহ কী?
- বাঁশেরকেল্লা কী?
- খুৎকাঠি প্রথা কী?
- দাদন প্রথা কী?
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
- ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য আদর্শ কী ছিল?
- ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
- তিতুমীর স্মরণীয় কেন?
- দুদুমিয়া স্মরণীয় কেন?
- দামিন-ই-কোহ কী?
- মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জীর ভূমিকাকী ছিল?
- নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কী ছিল?
- 'দার-উল-হারব' এবং 'দার-উল- ইসলাম' কথার অর্থ কী?
- নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত লেখ।
- চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন