উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একাধারে একজন সাহিত্যিক চিত্রকর সঙ্গীতজ্ঞ বাদ্যযন্ত্র বাদক এবং প্রখ্যাত মুদ্রণ শিল্পী। সেই সঙ্গে একজন সফল উদ্যোগপতি।
হাফটোন ব্লক উদ্ভাবন :
তিনি ভারতে প্রথম হাফটোন ব্লক নির্মাণ পদ্ধতি উদ্ভাবন করেন এবং 'রঙিন ব্লক' তৈরি ও তার ব্যবহারের সূচনা করেন। ইউরোপের এনগ্রেভিং মুদ্রণ পদ্ধতির সংস্কার করে তাকে আরও উন্নত করে তোলেন। তাঁর গবেষণায় উদ্ভাবিত হয় স্ক্রিন এডজাস্টার যন্ত্র, ডায়াফ্রাম যন্ত্র, টিন্ট প্রসেস ইত্যাদি।
ব্লক তৈরির বিষয়ে প্রবন্ধ প্রকাশ :
তিনি ব্লক তৈরির বিভিন্ন কলাকৌশল নিয়ে প্রবন্ধ লেখা শুরু করেন যা ইংল্যান্ডের বিখ্যাত মুদ্রণ বিষয়ক পত্রিকা ‛পেনরোজ অ্যানুয়াল ভল্যুম'-এ প্রকাশিত হয়।
ছাপাখানা তৈরিতে উদ্যোগ :
১৯১৩ সালে উপেন্দ্রকিশোর মুদ্রণ ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন এবং গড়ে তোলেন ‛ইউ এন রায় এন্ড সন্স‘ নামে একটি ছাপাখানা যা দক্ষিণ এশিয়ার সর্বাধিক নিখুঁত মুদ্রণযন্ত্র হিসেবে খ্যাতি লাভ করেছিল।
এভাবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও তাঁর নেতৃত্বে ইউ এন রায় এণ্ড সন্স বাংলা তথা ভারতের মুদ্রণ শিল্পের ইতিহাসে একটি স্মরণীয় নামে পরিণত হয় এবং বাংলার প্রকাশনা জগতে যুগান্তর আসে।
------------- শেষ -----------
বিকল্প প্রশ্ন :
১) ছাপাখানার ইতিহাসে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? (প্রশ্নের মান - ২ )
২) বাংলা তথা ভারতে মুদ্রণশিল্পের উন্নয়নে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কীভাবে অবদান রেখেছেন? (প্রশ্নের মান - ২ )
অন্যান্য প্রশ্ন :
১) ছাপাখানার ইতিহাসে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? (প্রশ্নের মান - ৪)
২) বাংলা তথা ভারতে মুদ্রণশিল্পের উন্নয়নে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কীভাবে অবদান রেখেছেন? (প্রশ্নের মান - ২)
৩) উনিশ শতকে ছাপাখানার ব্যবসার বিকাশে ইউ এন রায় এন্ড স ন্স এর অবদান লেখো। (প্রশ্নের মান - ৮)
✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏
এই অধ্যায়ের অন্যান্য বিভাগের প্রশ্ন দেখুন :
- বহুবিকল্পভিত্তিক প্রশ্ন - বিভাগ - ক (প্রশ্নের মান -১ )
- অতিসংক্ষিপ্ত প্রশ্ন - বিভাগ - খ (প্রশ্নের মান -১ )
- সংক্ষিপ্ত প্রশ্ন - বিভাগ - গ (প্রশ্নের মান - ২ )
- বিশ্লেষণধর্মী প্রশ্ন - বিভাগ - ঘ (প্রশ্নের মান - ৪ )
- ব্যাখ্যামূলক প্রশ্ন - বিভাগ - ঙ (প্রশ্নের মান - ৮ )
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর আত্মজীবনী
উত্তরমুছুন