উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একাধারে একজন সাহিত্যিক চিত্রকর সঙ্গীতজ্ঞ বাদ্যযন্ত্র বাদক এবং প্রখ্যাত মুদ্রণ শিল্পী। সেই সঙ্গে একজন সফল উদ্যোগপতি।
ব্লক তৈরীর জ্ঞানার্জন ও ব্যবসা শুরু:
তিনি সর্বপ্রথম ব্লক তৈরী বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং ১৮৯৫ সালে ব্লক তৈরির ব্যবসা শুরু করেন।
ব্লক তৈরির বিষয়ে প্রবন্ধ প্রকাশ :
এসময় তিনি ব্লক তৈরির বিভিন্ন কলাকৌশল নিয়ে প্রবন্ধ লেখা শুরু করেন যা ইংল্যান্ডের বিখ্যাত মুদ্রণ বিষয়ক পত্রিকা ‛পেনরোজ অ্যানুয়াল ভল্যুম'-এ প্রকাশিত হয়।
ছাপাখানা তৈরিতে উদ্যোগ :
১৯১৩ সালে উপেন্দ্রকিশোর মুদ্রণ ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন এবং গড়ে তোলেন ‛ইউ এন রায় এন্ড সন্স‘ নামে একটি ছাপাখানা। এই ছাপাখানাটি দক্ষিণ এশিয়ার সর্বাধিক নিখুঁত মুদ্রণযন্ত্র হিসেবে খ্যাতি লাভ করেছিল।
হাফটোন ব্লক উদ্ভাবন :
উপেন্দ্রকিশোর ভারতে প্রথম হাফটোন ব্লক নির্মাণ পদ্ধতি উদ্ভাবন করেন এবং 'রঙিন ব্লক' তৈরি ও তার ব্যবহারের সূচনা করেন। ইউরোপের এনগ্রেভিং মুদ্রণ পদ্ধতির সংস্কার করে তাকে আরও উন্নত করে তোলেন এবং পুত্র সুকুমার রায়কে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ছাপার আধুনিক কলাকৌশল শেখার জন্য ভর্তি করেন।
মুদ্রণ বিদ্যায় গবেষণা :
হাফটোন ব্লক মুদ্রানের পদ্ধতির আরও উন্নতির জন্য তিনি গবেষণা শুরু করেন। উদ্ভাবিত হয় স্ক্রিন এডজাস্টার যন্ত্র, ডায়াফ্রাম যন্ত্র, টিন্ট প্রসেস ইত্যাদি।
পুস্তক প্রকাশনা :
ইউ এন রায় এন্ড সন্স এর কর্ণধার হিসেবে ১৯১৩ এপ্রিল মাসে ছোটদের জন্য রঙিন মাসিক পত্রিকা সন্দেশ প্রকাশ করার মধ্য দিয়ে তার মুকুটে আরেক নতুন পালক যুক্ত হয়। তার এই প্রতিষ্ঠান থেকেই একে একে প্রকাশিত হতে থাকে ছেলেদের মহাভারত গুপী গাইন বাঘা বাইন সেকালের কথা টুনটুনির বই সহও বিদেশি মহাকাব্য ও উপন্যাসের বঙ্গানুবাদ।
এভাবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও তাঁর নেতৃত্বে ইউ এন রায় এণ্ড সন্স বাংলা তথা ভারতের মুদ্রণ শিল্পের ইতিহাসে একটি স্মরণীয় নামে পরিণত হয় এবং বাংলার প্রকাশনা জগতে যুগান্তর আসে।
বিকল্প প্রশ্ন :
১) ছাপাখানার ইতিহাসে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? (প্রশ্নের মান - ৪ )
২) বাংলা তথা ভারতে মুদ্রণশিল্পের উন্নয়নে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কীভাবে অবদান রেখেছেন? (প্রশ্নের মান - ৪ )
অন্যান্য প্রশ্ন :
উনিশ শতকে ছাপাখানার ব্যবসার বিকাশে ইউ এন রায় এন্ড স ন্স এর অবদান লেখো। (প্রশ্নের মান - ৮)
এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- হ্যালহেডের 'এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস-এর ভূমিকা
- ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা
- ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল?
- বাংলায় ছাপাখানার বিকাশে জেমস অগাষ্টস হিকির অবদান
- ভারতের ইতিহাসে অগাষ্টস হিকি-এর অবদান কী ছিল?
- বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার-এর ভূমিকা কি ছিল?
- বাংলার ছাপাখানার ইতিহাসে পঞ্চানন কর্মকার (মল্লিক) কী জন্য বিখ্যাত?
- গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন?
- উনিশ শতকে ছাপাখানার ব্যবসার বিকাশে ইউ এন রায় এন্ড সন্স এর অবদান লেখো।
- ছাপাখানার ইতিহাসে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উনিশ শতকে বিকল্প চিন্তার বিস্তারে (শিক্ষার প্রসারে) ছাপাখানার গুরুত্ব আলোচনা করো।
- বাংলার ছাপাখানার ইতিহাসে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্শম্যান নামে তিনজন মিশনারির অবদান নির্ণয় করো।
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন? বাংলার ছাপাখানার ইতিহাসে তারা কীভাবে অবদান রেখেছে?
- বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের সংক্ষিপ্ত বিবরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন