বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। — ২০২৩
বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ। |
Give a brief account of the printing business ventures in Bengal
ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ :
উনিশ শতকে বাংলাদেশে শিক্ষা বিস্তারের ফলে ছাপাখানার সংখ্যা বৃদ্ধি পায় এবং ছাপাকেন্দ্রিক এই ব্যবসারও প্রসার ঘটে। অচিরেই ছাপাকেন্দ্রিক কাজকর্ম একটি সমৃদ্ধ ব্যবসায় পরিণত হয়।১) গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা :
বাংলা তথা ভারতের একজন প্রকাশক, মুদ্রণ শিল্পবিদ, পুস্তক ব্যবসায়ী সাংবাদিকতার পথ প্রদর্শকরূপে বাঙালি গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশেষ স্মরণীয়। শ্রীরামপুর ব্যপটিস্টি প্রেসের কম্পোজিটর রূপে। জীবন শুরু করে পরবর্তীকালে কলকাতায় এসে 'ফরিস এন্ড কোম্পানি' প্রেসে যোগ দেন। সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে ১৮১৮ খ্রিঃ হরচন্দ্র রায়ের সাথে যৌথভাবে চোরবাগান স্ট্রীটে বেঙ্গল গেজেটি' নামে একটি প্রেস স্থাপন করেন। তিনি ছিলেন প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা। তার হাত ধরেই মুদ্রণ, প্রকাশনা, পুস্তক ব্যবসা, ইত্যাদির বিশেষ অগ্রগতি ঘটে। 'সমাচার দর্পণ' পত্রিকায় এজন্য তার উচ্ছ্বসিত প্রশংসা করা হয়।২) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা :
বাংলার মুদ্রণ ও প্রকাশনা জগতের অপর এক স্মরণীয় নাম হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৮৪৭ সালে মদন মোহন তর্কালঙ্কারের সাথে যৌথভাবে কলকাতার ৩২ নং আমহার্স্ট স্ট্রীটে 'সংস্কৃত প্রেস ডিপজেটরি' নামে একটি বই-এর দোকান খোলেন যেখান থেকে মাসে গড় তিন-চার হাজার টাকা আয় করতেন পাঠ্যপুস্তক বিক্রি করে। ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের জন্য বিদ্যাসাগরকে 'বিদ্যা বণিক' বলা হয়।৩) উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা :
বাংলার মুদ্রণ শিল্পের উন্নয়নে অপর এক বাঙালি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী চিরস্মরণীয় হয়ে আছেন। বিদেশ থেকে উন্নত মুদ্রণযন্ত্র এনে ১৮৯৫ খ্রি: তিনি 'ইউ রায় এন্ড সন্স' নামে একটি ছাপাখানা স্থাপন করেন যা তার পুত্র সুকুমার রায়ের হাত ধরে ভারতবর্ষ ও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ছাপাখানাতে পরিণত হয়। তিনি 'হাফটোন ব্লক' পদ্ধতির উদ্ভাবক। তিনি প্রথম এশিয়ান হিসাবে রঙিন ছাপার দেশীয় পদ্ধতি যেমন ডায়াফর্ম যন্ত্র, ডুয়োটাইপ, স্কিন প্রসেস, ইত্যাদি আবিষ্কার করেন। এগুলি মুদ্রণ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটায়। তার ছাপাখানা থেকে 'গুপী গায়েন বাঘা বায়েন', 'ছেলেদের মহাভারত' 'টুনটুনির বই' 'সন্দেশ' প্রভৃতি পত্রিকা প্রকাশিত হয়।ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের কারণ :
উনিশ শতকে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশিত হয়। এগুলির চাহিদা বৃদ্ধি ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করে। এসময় পাঠ্যপুস্তক ছাড়াও, ধর্মগ্রন্থ, অনুবাদ গ্রন্থ, ভ্রমণকাহিনী, চিকিৎসাশাস্ত্র, নাটক, কবিতা, প্রভৃতির চাহিদা বৃদ্ধি ছাপাখানার ব্যবসাকে উৎসাহিত করে। ইংরেজ সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে অফিস আদালতের সংখ্যা বৃদ্ধি পায়। এসমস্ত প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞপ্তি, বিল, সার্কুলার ইত্যাদির কাগজপত্র ছাপানোর প্রয়োজন হলে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগও বৃদ্ধি পায়। এসময় বাংলার বহু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী বইছাপা ব্যবসাকে পেশারূপে গ্রহণ করায় ছাপাখানা কেন্দ্রিক ব্যবসার প্রসার ঘটে। এই ব্যবসা ক্রমাগত বৃদ্ধির ফলে ছাপাখানা শিল্পের সঙ্গে যুক্ত যেমন কাগজ, বই বাঁধাই, বই বিক্রি প্রভৃতি পেশারও প্রসার ঘটে।ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের প্রভাব বা গুরুত্ব :
এভাবেই ছাপা কাজের ব্যবসায়িক চাহিদা বৃদ্ধির সাথে সাথে ছাপাখানার সংখ্যাও বৃদ্ধি পায়। সার্বিকভাবে এই ব্যবসায়িক উদ্যোগ বাংলার অর্থনীতির ওপরও এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।-----------xx----------
এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- হ্যালহেডের 'এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস-এর ভূমিকা
- ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা
- ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল?
- বাংলায় ছাপাখানার বিকাশে জেমস অগাষ্টস হিকির অবদান
- ভারতের ইতিহাসে অগাষ্টস হিকি-এর অবদান কী ছিল?
- বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার-এর ভূমিকা কি ছিল?
- বাংলার ছাপাখানার ইতিহাসে পঞ্চানন কর্মকার (মল্লিক) কী জন্য বিখ্যাত?
- গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন?
- উনিশ শতকে ছাপাখানার ব্যবসার বিকাশে ইউ এন রায় এন্ড সন্স এর অবদান লেখো।
- ছাপাখানার ইতিহাসে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উনিশ শতকে বিকল্প চিন্তার বিস্তারে (শিক্ষার প্রসারে) ছাপাখানার গুরুত্ব আলোচনা করো।
- বাংলার ছাপাখানার ইতিহাসে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্শম্যান নামে তিনজন মিশনারির অবদান নির্ণয় করো।
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন? বাংলার ছাপাখানার ইতিহাসে তারা কীভাবে অবদান রেখেছে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন