বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো।
বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা |
Upendrakishore Roychowdhury's role in the development of printing press in Bengal
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বিদেশ থেকে মুদ্রণযন্ত্র এনে শিবদাস লেনে কলকাতায় যে ছাপাখানা নির্মাণ করেন তা ইউ রায় এন্ড সন্স নামে পরিচিত। ১৮৯৫ খ্রিস্টাব্দে এই ছাপাখানা নির্মিত হয়।১) তামা ও দস্তার অক্ষর
উপেন্দ্রকিশোর কাঠের পরিবর্তে তামা ও দস্তার অক্ষর বা ছবি তৈরি করে মুদ্রণের জন্য ব্লক নির্মাণ করেন। তিনি বিজ্ঞানসম্মতভাবে আলোর ব্যবহার করে অন্ধকার ঘরে প্রতিফলন ও আলোর প্রতিসরণ ব্যবহার করে হাফটোন ব্লক উদ্ভাবন পদ্ধতি আবিষ্কার করেন।২) বিভিন্ন রং-এর ব্যবহার
মূদ্রন শিল্পকে আরও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন রং-এর ব্যবহার করেন। কালার প্রিন্ট, ছবির ব্যবহার, ৬০০ স্ক্রিন, ডায়াফ্রাম পদ্ধতি স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, ডায়োটাইপ, প্রভৃতি পদ্ধতিতে আধুনিক ছাপাখানার জন্ম দেন। রিপ্রিন্ট পদ্ধতি প্রভৃতি বই-এর প্রচ্ছদ তৈরিতে বিশেষভাবে আকর্ষনীয় হয়।৩) আধুনিক ছাপাখানার কলাকৌশল
তাঁর পুত্র সুকুমার রায়কে আধুনিক ছাপাখানার কলাকৌশল শিক্ষাদানের জন্য ইংল্যান্ডে পাঠান ১৯১১ খ্রিস্টাব্দে। তিনি ফটোগ্রাফিকে মুদ্রণ শিল্পের সঙ্গে যোগ করেন ও বই বা অন্যান্য পত্রিকাকে ভীষণ চিত্তাকর্ষক করে তোলেন। সেই কারণে স্টুডিও নির্মাণ করে ফটোগ্রাফির পরীক্ষা-নিরীক্ষা চালান।৪) নিজস্ব প্রকাশনা
শিশুদের পাঠ্যবইকে তিনি অনেক বেশি মনোগ্রাহী করে তোলেন। তাঁর নিজস্ব প্রকাশনা ও পুত্র সুকুমার রায়ের সহযোগিতায় বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে এক অনন্য সাধারণ কৃতিত্বের দাবি রাখেন। ছেলেদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই, সন্দেশ পত্রিকা প্রভৃতি প্রকাশ করেন।
----------xx--------
এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- হ্যালহেডের 'এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস-এর ভূমিকা
- ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা
- ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল?
- বাংলায় ছাপাখানার বিকাশে জেমস অগাষ্টস হিকির অবদান
- ভারতের ইতিহাসে অগাষ্টস হিকি-এর অবদান কী ছিল?
- বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার-এর ভূমিকা কি ছিল?
- বাংলার ছাপাখানার ইতিহাসে পঞ্চানন কর্মকার (মল্লিক) কী জন্য বিখ্যাত?
- গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন?
- উনিশ শতকে ছাপাখানার ব্যবসার বিকাশে ইউ এন রায় এন্ড সন্স এর অবদান লেখো।
- ছাপাখানার ইতিহাসে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উনিশ শতকে বিকল্প চিন্তার বিস্তারে (শিক্ষার প্রসারে) ছাপাখানার গুরুত্ব আলোচনা করো।
- বাংলার ছাপাখানার ইতিহাসে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্শম্যান নামে তিনজন মিশনারির অবদান নির্ণয় করো।
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন? বাংলার ছাপাখানার ইতিহাসে তারা কীভাবে অবদান রেখেছে?
- বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের সংক্ষিপ্ত বিবরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন