অগাষ্টস হিকির অবদান কী ছিল?
অগাষ্টস হিকি :
বাংলায় ছাপাখানার বিকাশে আইরিশ শিল্প-উদ্যোগী জেমস অগাষ্টস হিকির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ১৭৭৭ সালে কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এই ছাপাখানা থেকেই ১৭৮০ সালে ভারতের প্রথম সংবাদপত্র 'হিকিস বেঙ্গল গেজেট'প্রকাশ করেন।হিকিজ বেঙ্গল গেজেটের কার্যক্রম / অবদান :
হিকি এই পত্রিকাটির মাধ্যমে তৎকালীন ব্রিটিশ শাসক ওয়ারেন হেস্টিংস-এর বিরুদ্ধে
১) দুর্নীতি,
২) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে উৎকোচ দেওয়া,
৩) মানবাধিকার লংঘন,
৪) জনগণের সাথে আলোচনা না করে তাদের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া এবং
৫) মতামত প্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগ আনেন।
হিকিজ বেঙ্গল গেজেটের গুরুত্ব :
১) অগাষ্টস হিকি তার ছাপাখানা থেকে প্রকাশিত পত্রিকার এই রিপোর্টের ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্ট তদন্ত করে ওয়ারেন হেস্টিংস ও প্রধান বিচারপতিকে ইমপিচমেন্ট করে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়।
২) অগাষ্টস হিকি বেঙ্গল গেজেটের মাধ্যমে ব্রিটিশ কোম্পানীর শাসকদের অগণতান্ত্রিক ও স্বৈরচারী মনোভাবের বিরুদ্ধে রুখে দাড়ান।
৩) এমন কী কোম্পানীর শাসনের বিরুদ্ধে ভারতীয় সৈনিকদের বিদ্রোহ করার ডাক পরামর্শ দেন।
------------------
আরও পড়ো :
বাংলায় ছাপাখানার বিকাশে জেমস অগাষ্টস হিকির অবদান
এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- হ্যালহেডের 'এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস-এর ভূমিকা
- ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা
- ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল?
- বাংলায় ছাপাখানার বিকাশে জেমস অগাষ্টস হিকির অবদান
- ভারতের ইতিহাসে অগাষ্টস হিকি-এর অবদান কী ছিল?
- বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার-এর ভূমিকা কি ছিল?
- বাংলার ছাপাখানার ইতিহাসে পঞ্চানন কর্মকার (মল্লিক) কী জন্য বিখ্যাত?
- গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন?
- উনিশ শতকে ছাপাখানার ব্যবসার বিকাশে ইউ এন রায় এন্ড সন্স এর অবদান লেখো।
- ছাপাখানার ইতিহাসে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উনিশ শতকে বিকল্প চিন্তার বিস্তারে (শিক্ষার প্রসারে) ছাপাখানার গুরুত্ব আলোচনা করো।
- বাংলার ছাপাখানার ইতিহাসে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্শম্যান নামে তিনজন মিশনারির অবদান নির্ণয় করো।
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন? বাংলার ছাপাখানার ইতিহাসে তারা কীভাবে অবদান রেখেছে?
- বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের সংক্ষিপ্ত বিবরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন