বাংলায় ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা বিশ্লেষণ করো। - ২০২২
ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা |
প্রথম সচিত্র গ্রন্থ :
তারপর কলকাতার ফেরিস কোম্পানির মুদ্রাকর হিসেবে যোগ দিয়ে প্রকাশ করেন ভারতচন্দ্রের 'অন্নদামঙ্গল' গ্রন্থটি, ১৮১৪ খ্রিস্টাব্দে-যার ছাপার কাজ শুরু হয়েছিল, সম্পূর্ণ হয়েছিল ১৮১৬ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থ বাংলা ভাষার প্রথম সচিত্র গ্রন্থ। বইটিতে ছ'খানা ছবি আছে যা খোদাই করেছিলেন রামচাঁদ রায়।
অন্যান্য গ্রন্থ প্রকাশ :
অন্নদামঙ্গল ছাড়াও গঙ্গাকিশোর 'দায়ভাগ', 'চিকিৎসার্ণব', 'শ্রীভগবদগীতা', 'চাণক্যশ্লোক' ইত্যাদি অনেক গ্রন্থ প্রকাশ
প্রকাশক, পুস্তক বিক্রেতা :
গঙ্গাকিশোর পুস্তক বিক্রেতা হিসেবে সফল হওয়ার পর তিনি বন্ধু হরচন্দ্র রায়ের সহযোগিতায় ১৮১৮ খ্রিস্টাব্দে কলকাতার চোরবাগানে 'বাঙলা গেজেটি যন্ত্রালয়' স্থাপন করেন এবং এই প্রকাশনা সংস্থা থেকে প্রকাশ করেন 'বাঙাল গেজেটি' নামে সাপ্তাহিক বাংলা পত্রিকা।হরচন্দ্রের সঙ্গে মনমালিন্যের দরুণ গঙ্গাকিশোর তার মুদ্রন যন্ত্রটি তার নিজের গ্রাম বর্ধমান জেলার 'বহুড়া' গ্রামে নিয়ে যান এবং সেখান থেকে তিনি বই ছাপতেন, সেইসব বইতে প্রেসের নাম থাকতো 'বাঙালা যন্ত্র'।
----------xx----------
এবিষয়ে অন্যান্য প্রশ্ন :
- গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন?
এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- হ্যালহেডের 'এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস-এর ভূমিকা
- ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা
- ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল?
- বাংলায় ছাপাখানার বিকাশে জেমস অগাষ্টস হিকির অবদান
- ভারতের ইতিহাসে অগাষ্টস হিকি-এর অবদান কী ছিল?
- বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার-এর ভূমিকা কি ছিল?
- বাংলার ছাপাখানার ইতিহাসে পঞ্চানন কর্মকার (মল্লিক) কী জন্য বিখ্যাত?
- গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন?
- উনিশ শতকে ছাপাখানার ব্যবসার বিকাশে ইউ এন রায় এন্ড সন্স এর অবদান লেখো।
- ছাপাখানার ইতিহাসে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উনিশ শতকে বিকল্প চিন্তার বিস্তারে (শিক্ষার প্রসারে) ছাপাখানার গুরুত্ব আলোচনা করো।
- বাংলার ছাপাখানার ইতিহাসে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্শম্যান নামে তিনজন মিশনারির অবদান নির্ণয় করো।
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন? বাংলার ছাপাখানার ইতিহাসে তারা কীভাবে অবদান রেখেছে?
- বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের সংক্ষিপ্ত বিবরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন