ছাপাখানার প্রতিষ্ঠা :
১৪৫৪ সালে জার্মানির জোহানেস গুটেনবার্গ আধুনিক ছাপাখানা আবিষ্কার করলে ইউরোপে মুদ্রণ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। ভারতের গোয়াতে ১৫৫৬ সালে পর্তুগিজরা সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করলেও বাংলাদেশের কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৭৭৭ সালে। ছাপাখানা প্রতিষ্ঠিত ফলশ্রুতিতে বাংলা তথা ভারতের ব্যাপকভাবে শিক্ষার বিস্তার ঘটতে থাকে।
ছাপাখানার গুরুত্ব (ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক) :
ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করলে বিকল্প চিন্তার বিকাশে ছাপাখানার গুরুত্ব অনুধাবন করা যায়।
১) ছাপা বইয়ের সহজলভ্যতা:
ছাপাখানা আবিষ্কার এর ফলে প্রচুর বই মুদ্রিত হতে থাকে, যার দাম হাতে লেখা পুঁথির তুলনায় কম। এর ফলে সাধারণ মানুষ নিজের মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ পায়।
২) লেখার স্পষ্টতা:
ছাপা বইয়ের লেখা খুবই স্পষ্ট হয়। ফলে, ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে এই বই পড়তে এবং লিখতে সক্ষম হয়।
৩) পাঠ্যপুস্তক রচনা :
উনিশ শতকে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছাপাখানা গুলিতে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক ছাপা হতে থাকে। ফলে সহজে ও সুলভে এইসব বই গ্রামগঞ্জে পৌঁছে যায় এবং সেখান শিক্ষার প্রসার ঘটে।
৪) গণশিক্ষার বিস্তার :
শুধুমাত্র স্কুল-কলেজের পাঠ্যপুস্তক নয়, বিভিন্ন ধর্মগ্রন্থ বাংলা ও ইংরেজিতে প্রকাশিত সংবাদপত্র এবং সাময়িকপত্র এই সময়ে প্রকাশিত হতে থাকে। এর সূত্র ধরে বাংলায় গণশিক্ষার ব্যাপক বিস্তার ঘটে।
৫) শিশুশিক্ষার বিস্তার :
মুদ্রণযন্ত্র বই ছাপার ফলে এবং বইতে ছবি, মানচিত্র, নকশা ইত্যাদি ব্যবহারের ফলে শিক্ষা গ্রহণে শিশু শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে ওঠে। ফলে শিশুশিক্ষার বিস্তার ঘটে।
সুতরাং দেখা যাচ্ছে, শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপাখানা বা ছাপা বইয়ের সম্পর্ক খুবই তাৎপর্যপূর্ণ। কেননা, ছাপাখানায় ছাপা বই প্রকাশের সাথে সাথে শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চর্চার গতি দ্রুততা লাভ করে। উনিশ শতকে বাংলাদেশ এই কারণেই পাশ্চাত্য শিক্ষার বিস্তার সহজ হয়ে ওঠে এবং এদেশে নবজাগরণের সূচনা হয়।
বিকল্প প্রশ্ন :
১) ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।
২) উনিশ শতকে বিকল্প চিন্তার বিস্তারে ছাপাখানার গুরুত্ব আলোচনা করো।
৩) উনিশ শতকে শিক্ষার প্রসারে ছাপাখানার গুরুত্ব আলোচনা করো।
এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- হ্যালহেডের 'এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস-এর ভূমিকা
- ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা
- ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল?
- বাংলায় ছাপাখানার বিকাশে জেমস অগাষ্টস হিকির অবদান
- ভারতের ইতিহাসে অগাষ্টস হিকি-এর অবদান কী ছিল?
- বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার-এর ভূমিকা কি ছিল?
- বাংলার ছাপাখানার ইতিহাসে পঞ্চানন কর্মকার (মল্লিক) কী জন্য বিখ্যাত?
- গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন?
- উনিশ শতকে ছাপাখানার ব্যবসার বিকাশে ইউ এন রায় এন্ড সন্স এর অবদান লেখো।
- ছাপাখানার ইতিহাসে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন?
- উনিশ শতকে বিকল্প চিন্তার বিস্তারে (শিক্ষার প্রসারে) ছাপাখানার গুরুত্ব আলোচনা করো।
- বাংলার ছাপাখানার ইতিহাসে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্শম্যান নামে তিনজন মিশনারির অবদান নির্ণয় করো।
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন? বাংলার ছাপাখানার ইতিহাসে তারা কীভাবে অবদান রেখেছে?
- বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের সংক্ষিপ্ত বিবরণ।
- বাংলার সংস্কৃতিক জীবনে ছাপাখানার প্রভাব
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন