বাংলার নবজাগরণ ছিল কলকাতাকেন্দ্রিক' - বিশ্লেষণ করো।
উনবিংশ শতকের প্রথমদিকে বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে বাঙালির ভাবজগতেরও এরকম এক বৌদ্ধিক আন্দোলন শুরু হয়, যা ‘বাংলার নবজাগরণ’ নামে পরিচিত।
বিতর্ক বা মতপার্থক্য :
তবে এই বৌধিক আন্দোলন ও অগ্রগতিকে প্রকৃত অর্থে নবজাগরণ বলা যায় কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে।
নবজাগরণের পক্ষে যুক্তি :
ঐতিহাসিক যদুনাথ সরকার, সুশোভন সরকার প্রমূখ একে নবজাগরণ বলে স্বীকার করলেও অমলেশ ত্রিপাঠী এর সঙ্গে ইতালির নবজাগরণের মূলগত পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, ইতালিতে স্বাধীন ও স্বনির্ভর বুর্জোয়া শ্রেণি নবজাগরণে নেতৃত্ব দিয়েছিল। আর বাংলার নবজাগরণের নেতৃত্ব দিয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট বাংলার জমিদার শ্রেণি।
নবজাগরণের বিপক্ষে যুক্তি : কলকাতাকেন্দ্রিক
অন্যদিকে, অশোক মিত্র, বিনয় ঘোষ, সুপ্রকাশ রায়, ডক্টর বরুণ দে, ডক্টর সুমিত সরকার প্রমূখ বাংলার এই বৌদ্ধিক অগ্রগতিকে নবজাগরণ বলে স্বীকার করেন না।
অশোক মিত্র একে 'তথাকথিত নবজাগরণ' বলে উল্লেখ করেছেন। তার যুক্তি হলো, বাংলার এই নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত এবং তা ছিল মূলত শহরকেন্দ্রিক, বিশেষ করে কলকাতাকেন্দ্রিক। কেননা, গ্রাম বাংলার বৃহত্তর জনগোষ্ঠী এই নবজাগরণের কোন সুফল পায়নি। কলকাতা শহর কেন্দ্রিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্রিটিশ আশ্রিত প্রগতিশীল নাগরিক সমাজ দ্বারাই মূলত এই আন্দোলন পরিচালিত ও প্রভাবিত হয়েছিল।
বস্তুত, এই নবজাগরণ ছিল অতিমাত্রায় ব্রিটিশ নির্ভর,( কারণ ব্রিটিশ শাসনের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল মানুষজনই এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন) হিন্দু জাগরণবাদী, (এই জাগরণের তিনটি ধারা : প্রাচ্য পুনরুজ্জীবনবাদী ধারা, যুক্তিবাদী ধারা, সমন্বয়বাদী - সবই হিন্দুজনগোষ্ঠী দ্বারা পরিচালিত) এবং ইসলাম ধর্মাবলম্বী জনগোষ্ঠী-বর্জিত।
মূল্যায়ন :
তবে, বাংলার নবজাগরণ মূলত কলকাতা শহরকেন্দ্রিক হলেও, ক্রমশ তা কলকাতা শহরজীবন অতিক্রম করে বাংলার সমাজ, ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল এবং কিছুটা হলেও ভারতের অচলায়তন মানসিকতার পরিবর্তন ঘটাতে সমর্থ হয়েছিল। এখানেই তার সার্থকতা
--------------------------------
বিকল্প প্রশ্ন :
- উনিশ শতকের বাংলার নবজাগরণ বিষয়ে বিতর্কটি সংক্ষেপে লেখ।
- টিকা লেখ : বাংলার নবজাগরণ।
অন্যান্য প্রশ্ন :
এই বিষয়ে আরও প্রশ্ন ( প্রশ্নের মান - ৮ ) দেখতে এখানে ক্লিক করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন