বাংলা তথা ভারতে পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারে মহেন্দ্রলাল সরকার বাংলা একাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। একজন ডাক্তার ও বিদ্যার্থী হিসেবে তিনি বাঙালি জাতিকে অন্ধ বিশ্বাস এর পরিবর্তে যুক্তিবাদের পথে চালিত করতে উদ্যোগী হন।
এ্যালোপ্যাথিক চিকিৎসা :
১৮৬১ সালে আই এম এস এবং ১৮৬৩ সালে তিনি এমডি ডিগ্রী লাভ করেন। অসাধারণ রোগ নির্ণয় ও নিরাময়ের ক্ষমতা অচিরেই তাকে জনপ্রিয় করে তোলে।
হোমিওপ্যাথি চিকিৎসা :
প্রথম দিকে তিনি অ্যালোপ্যাথি চর্চা করলেও পরবর্তীকালে রাজেন্দ্রলাল দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রেরণায় তিনি হোমিওপ্যাথি চিকিৎসায় মনোনিবেশ করেন এবং অচিরেই চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিশ্বের অন্যতম সেরা হোমিওপ্যাথি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।
বৈজ্ঞানিক সংগঠক:
বৈজ্ঞানিক সংগঠক হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ (IACS) বা ‘ভারতবর্ষীয় বিজ্ঞান সভা’ প্রতিষ্ঠার মাধ্যমে। ১৮৭৬ সালে তৈরি এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল পদার্থ ও রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা করা।
গবেষণাপত্র প্রকাশ:
এই বিজ্ঞান সংস্থার গবেষণাপত্র প্রকাশ এর জন্য তিনি চালু করেন ‘ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিকস’ নামে একটি পত্রিকা।
বিজ্ঞান গবেষণা ও আবিষ্কার
মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত আই এ সি এস-এ যে সমস্ত গবেষক কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জগদীশচন্দ্র বসু চন্দ্রশেখর ভেঙ্কট রমন মেঘনাথ সাহা কেএস কৃষ্ণান প্রমূখ। এই প্রতিষ্ঠানে গবেষণা করেই বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন রমন ইফেক্ট আবিষ্কার করে ১৯৩০ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন।
নারী শিক্ষায় উৎসাহদান :
তিনি নারীদের মধ্যে যুক্তি ও বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগী হন। তার পরামর্শে ব্রিটিশ সরকার বিবাহবিধি (তিন আইন) প্রণয়নে মেয়েদের বিবাহের বয়স কমপক্ষে ১৬ বছর করার সিদ্ধান্ত নেয়।
মূল্যায়ন :
এভাবে ডাক্তার মহেন্দ্রলাল সরকার ও তাঁর প্রতিষ্ঠান বাংলা তথা ভারতের প্রাচীনতম প্রতিষ্ঠান হিসেবে বিজ্ঞান চর্চা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল এবং অচিরেই তা সমগ্র বিশ্বে এক অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়।
--------------------
বিকল্প প্রশ্ন :
১) ভারতে বিজ্ঞান শিক্ষার প্রসারে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ (IACS) বা ‘ভারতবর্ষীয় বিজ্ঞান সভা’র ভূমিকা কী ছিল? (প্রশ্নের মান - ৪)
২) বাংলা তথা ভারতে বিজ্ঞান চর্চার ইতিহাসে ডাক্তার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? (প্রশ্নের মান - ৪)
অন্যান্য প্রশ্ন :
এই প্রশ্নটির মান - ৮ (আট) হলে কীভাবে লিখতে হবে এখানে ক্লিক করে দেখো। এবং তুলনামূলক স্টাডি করো। তাহলেই তুমি প্রশ্ন অনুযায়ী উত্তর লেখার সমর্থ অর্জন করতে শিখে যাবে।
মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন???
উত্তরমুছুন