‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ কে কী উদ্দেশ্যে গড়ে তুলেছিলেন?
![]() |
‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ কে কী উদ্দেশ্যে গড়ে তুলেছিলেন? |
১৮৭৬ খ্রিস্টাব্দের ২৯ শে জুলাই কলকাতার প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন।
আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য :
‘ভারতবর্ষীয় বিজ্ঞান সভা’ বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স গঠনের মূল উদ্দেশ্য ছিল :- সরকারি অনুদান ছাড়া বৈজ্ঞানিক জ্ঞানের প্রসার ঘটানো
- বিজ্ঞান আন্দোলনকে জনপ্রিয় ও প্রসারিত করা
- তরুণ ছাত্র সমাজে মৌলিক বিজ্ঞানের অনুশীলন ও গবেষণার প্রতি উৎসাহ গড়ে তোলা
- দেশের উন্নতিতে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা
- মৌলিক বিজ্ঞানের চর্চা ও গবেষণাকে ভবিষ্যতে দেশের কল্যাণের মাধ্যমে মানবজাতিকে সুখকর জীবন যাপনের দিকে চালিত করা।
---------xx--------
আইএসিএস বিষয়ে আরো কিছু প্রশ্ন ও উত্তর :
- মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন?
- বিজ্ঞান চর্চার ইতিহাসে ডাক্তার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন?
- বাংলা তথা ভারতের আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা বিশ্লেষণ করো
- ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ কে কী উদ্দেশ্যে গড়ে তুলেছিলেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন