ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলি সংক্ষেপে লেখ
ভারতের ঔপনিবেশিক শিক্ষা বিস্তারের ফলে নব যুগের সূচনা ঘটলেও এই শিক্ষা ব্যবস্থা ত্রুটিমুক্ত ছিল না। ফলে ভারতীয়দের সার্বিক বিকাশ ব্যর্থ হয়।
কেরানি তৈরীর শিক্ষা :
এই শিক্ষা ব্যবস্থায় ইংরেজদের প্রশাসনিক কাজ করার উপযুক্ত কর্মচারী তৈরি করার আগ্রহ যতটা ছিল, সাহিত্য বা ভাষা শিক্ষার সাহায্যে শিক্ষার্থীদের একটি নান্দনিক মন গড়ে তোলার আগ্রহ সেখানে মোটেই ছিল না।
মাতৃভাষায় অবহেলা :
এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মাধ্যম ইংরেজি হওয়ায় সাধারণ মানুষের কাছে শিক্ষার দারুন মুক্ত হয়নি। সেইসঙ্গে ভারতীয় ভাষাগুলির বিকাশের পথ রুদ্ধ হয়ে যায়।
ভারতীয় আধ্যাত্মিকতা ও দর্শনের অনুপস্থিতি :
এই শিক্ষা প্রণালীর মাধ্যমে পাশ্চাত্যের জ্ঞান-বিজ্ঞানের চর্চা হলেও তার সঙ্গে ভারতীয় আধ্যাত্মিকতা ও দর্শনের কোন যোগাযোগ ছিল না। ফলে তা প্রাণহীন হয়ে পড়ে।
খ্রিস্ট ধর্মের প্রচার প্রাধান্য পায় :
খ্রিস্টান মিশনারীদের উদ্যোগে ভারতীয়দের মধ্যে শিক্ষার বিস্তার ঘটলেও সেখানে খ্রিস্ট ধর্মের প্রচার বেশি প্রাধান্য পেত।
প্রাথমিক শিক্ষায় অবহেলা :
ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার প্রসারে প্রয়োজনীয় নজর দেয়া হয়নি। ফলে দেশে নিরক্ষরতা বৃদ্ধি পায়।
নারী শিক্ষায় অবহেলা :
ব্রিটিশ শাসনকালে নারী শিক্ষা অবহেলিত ছিল। ১৯০১ সালের আদমশুমারি অনুসারে প্রতি হাজারে সাতজন নারী ছিল অক্ষরজ্ঞান সম্পন্ন।
মুসলিম সম্প্রদায় অবহেলিত :
ধর্মীয় কারণে সরকার মুসলিমদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে আগ্রহ দেখায়নি।
সার্বজনীন শিক্ষার অভাব :
উপনিবেশিক যুগে শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ খুবই কম হয় সার্বজনীন শিক্ষার বিস্তার অসম্ভব হয়ে পড়ে।
বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় অবহেলা :
এই শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা সম্পূর্ণ অবহেলিত হত। যেটুকু সুযোগ ছিল তা ইউরোপীয়দের জন্য বরাদ্দ হয়ে যেত।
উপনিবেশিক শিক্ষাব্যবস্থা এইসব ত্রুটি-বিচ্যুতি কারণেই স্বদেশী আন্দোলনে আন্দোলনের সময় বিকল্প শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যান।
-------------------------------
বিকল্প প্রশ্ন :
১) উনিশ শতকে ভারতীয় শিক্ষবিদরা পাশ্চাত্য শিক্ষার বদলে জাতীয় শিক্ষার বিকাশ ও বিস্তারে উদ্যোগী হয়েছিল কেন ?
২) বাংলায় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার কারণ বা পটভূমি ব্যখ্যা করো।
ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা সংক্রান্ত আরও কিছু প্রশ্ন উত্তর :
- ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলি সংক্ষেপে লেখো।
- রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনার সমালোচনামূলক আলোচনা করো। - ২০২৩
- রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল?
- রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার বৈশিষ্ট্য লেখো।
- মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা বিশ্লেষণ করো।
- রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছিলেন কেন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন