অথবা
উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো।
উনিশ শতকে পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে আসার পর বাঙালি মধ্যবিত্ত সমাজে দেখা দেয় আধুনিক দৃষ্টিভঙ্গি তথা জাগরণ।বাংলার এই জাগরণকে ‘নবজাগরণ’ আখ্যা দেওয়া হয়। বাংলার এই নবজাগরণের চরিত্র নিয়ে পণ্ডিতদের মধ্যে মত বিরোধের অন্ত নেই।
বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য/প্রকৃতি
১) শহরকেন্দ্রিক :
বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। তা ছিল মূলত শহরকেন্দ্রিক, বিশেষ করে কলকাতাকেন্দ্রিক।
২) উচ্চ শিক্ষিত মধ্যবিত্তের প্রাধান্য :
এই নবজাগরণে কলকাতার মধ্যবিত্ত সম্প্রদায়ই প্রধান ভূমিকা পালন করেছিল। শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ছিল এর ধারক ও বাহক। কিন্তু গ্রামবাংলার সাধারণ মানুষ এর স্বাদ থেকে বঞ্চিত হয়েছিল।এই কারণে অধ্যাপক অনিল শীল এই জাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন’ বলে অভিহিত করেছেন।
৩) হিন্দুসমাজের জাগরণ :
এই নবজাগরণ কেবলমাত্র হিন্দুসমাজের মধ্যে ছড়িয়ে পড়েছিল।তাই এই নবজাগরণ প্রকৃতপক্ষে হিন্দু জাগরণবাদে পর্যবসিত হয়।রামমোহন ও বিদ্যাসাগর হিন্দুশাস্ত্রকে ভিত্তি করে সমাজ পরিবর্তনের ডাক দেন।
৪) মানবতাবাদী আন্দোলন অনুপস্থিত :
ইউরোপীয় নবজাগরণে যেখানে মানবতাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বাংলার নবজাগরণে মানবতাবাদী ভাবধারার বিকাশ তেমন চোখে পড়ে না, যদিও এই শতকে বেশকিছু মানবতাবাদী কাজকর্ম ছিল লক্ষণীয়।
৫) ব্রিটিশ – নির্ভর জাগরণ :
বাংলার এই নবজাগরণ ছিল ব্রিটিশ নির্ভর।নবজাগরণের নেতৃবৃন্দ মনে করতেন ব্রিটিশ শাসনের দ্বারাই ভারতীয় সমাজের মঙ্গল সাধিত হবে।
৬) অপরিবর্তিত সামাজিক কাঠামো :
বাংলার নবজাগরণের প্রবক্তারা বাংলার সামাজিক কাঠামো,ধর্মীয় প্রতিষ্ঠান,জাতিভেদ প্রথা প্রভৃতির ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আনতে পারেননি।তাই অধ্যাপক অশোক মিত্র এই নবজাগরণকে “তথাকথিত নবজাগরণ” বলেছেন।
৭) প্রাণশক্তি অনুপস্থিত :
বাংলার এই নবজাগরণে কোনো প্রাণশক্তি ছিল না।তাই অরবিন্দ পোদ্দার একে “বিকৃত ও নীরস” রেনেসাঁস বলেছেন।
মূল্যায়ন :
বাংলার নবজাগরণ সমাজ বিকাশের ক্ষেত্রে দেশকে অগ্রগতির পথ দেখাতে পেরেছিল কিনা, যুক্তি ও মানবতাবাদ তথা আধুনিকতার স্রোতে দেশকে অবগাহন করতে সাহায্য করেছিল কিনা, এই বিষয়ে নানা সন্দেহ থাকলেও একথা বলা যায় যে, এই কাজে বাংলার নবজাগরণ ইতিবাচক ভূমিকা নিয়েছিল।
-----------------------------
বিকল্প প্রশ্ন :
- বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো।
অন্যান্য প্রশ্ন :
- উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র বিশেষণ করো।
- এই বিষয়ে আরও প্রশ্ন ( প্রশ্নের মান - ৪ ) দেখতে এখানে ক্লিক করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন