বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী?
বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? |
What does the renaissance of Bengal mean? What are the limitations of this Renaissance?
বাংলার নবজাগরণ কী :
উনিশ শতকে পাশ্চাত্য সভ্যতার সংসর্গে আসার ফলে বাঙালি মধ্যবিত্ত সমাজে আধুনিক দৃষ্টিভঙ্গি দেখা যায়, যার ভিত্তি ছিল আধুনিক যুক্তিবাদ ও মানবতাবাদ। এই যুক্তিবাদ ও মানবতাবাদ বাংলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, সমাজ -- সব কিছুকে গভীরভাবে প্রভাবিত করে। ফলে বাংলার চিন্তন জগতে এক আলোড়ন তৈরি হয়। বাংলার সাংস্কৃতিক ইতিহাসে এটাই বাংলার নবজাগরণ নামে পরিচিত।নবজাগরণের সীমাবদ্ধতা :
বাংলার নবজাগরণের ব্যপ্তি ছিল খুবই সীমিত :
- মূলত শহর কলকাতাকেন্দ্রিক : ঐতিহাসিক ব্লুমফিল্ড বলেছেন উনিশ শতকের বাংলার নবজাগরণে যাঁরা সামিল হয়েছেন তারা আসলে মধ্যবিত্ত ভদ্রলোক, মূলত শহর কলকাতাকেন্দ্রিক। গ্রামবাংলার বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল না।
- এলিটিস্ট আন্দোলন : এটি ছিল মূলত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত উচ্চবর্ণ ও উচ্চশিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ। ঐতিহাসিক ডঃ অনিল শীল এদের আন্দোলনকে 'এলিটিস্ট আন্দোলন' নামে অভিহিত করেন।
- মূলত হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ : সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ। তাই একে 'হিন্দু জাগরণ' বলা হয়। মুসলমান সম্প্রদায় ও নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের উপর এর কোনো প্রভাব পড়েনি।
- ব্রিটিশদের অনুগত : নবজাগরণের নেতৃবৃন্দ ব্রিটিশ শাসনের প্রতি ছিলেন অতিমাত্রায় শ্রদ্ধাশীল। তারা মনে করতেন ব্রিটিশ শাসনের দ্বারাই ভারতবাসীর কল্যাণ সম্ভব।
- ব্রিটিশ সংস্কৃতিতে মোহগ্রস্ত : ব্রিটিশ সংস্কৃতিতে মোহগ্রস্ত নবজাগরণের নেতৃবৃন্দ ভারতীয় সভ্যতার সমস্ত কিছুতেই দোষ দেখতেন। তাঁরা মন্দির নির্মাণে, প্রভু ইংরেজদের তোয়াজ করতে, সামন্ততান্ত্রিক উচ্ছ্বশৃঙ্খলা মেটাতে এবং বৈভবপূর্ণ দৃষ্টি আকর্ষক ভোগের জন্য প্রচুর অর্থব্যয় করতেন। এরা ছিলেন নবজাগরণের পরগাছা।
- ভূস্বামী শ্রেণীর স্বার্থরক্ষায় অধিক সচেতন : নবজাগরণের নেতৃবৃন্দ ভূস্বামী শ্রেণীর স্বার্থরক্ষায় অধিক সচেতন ছিলেন, তারা কৃষক বিদ্রোহগুলিকে সমর্থন করেননি। হরিশচন্দ্র মুখার্জি ও দীনবন্ধু মিত্র ছাড়া অন্যান্য শিক্ষিত ব্যক্তিরা কৃষকদের সম্পর্কে উদাসীন ছিলেন।
বাংলার নবজাগরণের গুরুত্ব :
বেশ কিছু সীমাবদ্ধতা সত্বেও উনিশ শতকের বাংলার নবজাগরণের গুরুত্ব অপরিসীম। ইটালীয় নবজাগরণের সঙ্গে এর যথেষ্ট পার্থক্য থাকলেও এর ফলে বাংলা তথা ভারতের সমাজ, ধর্ম, শিক্ষা, সাহিত্য, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে, যা নবভারতের আবির্ভাবকে ত্বরান্বিত করে।-------------xx-------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন