বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কী মনে কর যে, এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল?
বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কী মনে কর যে, এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল? - ২০২৩
বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কী মনে কর যে, এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল? |
Give a brief account of Bardauli Movement.
বারদৌলি সত্যাগ্রহ
অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনগুলি মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে কৃষকদের সত্যাগ্রহ আন্দোলন।বারদৌলি সত্যাগ্রহের কারণ :
- হালি প্রথা : বিভিন্ন কারণে এই আন্দোলনটি সংঘটিত হয়। এই অঞ্চলের ৬০% মানুষ ছিল নিম্নবর্ণের কালিপরাজ শ্রেণীভুক্ত। এরা ছিল ভূমিহীন ক্ষেতমজুর বা ভাগচাষি। এরা 'হালি প্রথা' অনুযায়ী উচ্চবর্ণের উজালি পরাজ জনগোষ্ঠীর দ্বারা শোষিত, নিপীড়িত ও অবজ্ঞার শিকার হত।
- বন্যাজনিত কারণ : ১৯২৫ সালে বারদৌলি তালুকে বন্যাজনিত কারণে ফসল নষ্ট হলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে এবং দুর্ভিক্ষ হয়। কৃষকদের শোচনীয় অবস্থা সত্ত্বেও সরকার ১৯২৬ খ্রিঃ খাজনার হার প্রথমে ৩০% এবং পরে তা পরিবর্তন করে ২১.৯৭% করলে কৃষকরা প্রতিবাদে সোচ্চার হয়। শুধু খাজনা বৃদ্ধি করেই নয় খাজনা আদায়ের ক্ষেত্রে চরম নির্যাতন হলে কৃষকরা আন্দোলনের পথে অগ্রসর হয়।
- বল্লবভাই প্যাটেলকে নেতৃত্ব : এসময় কল্যাণজি মেহেতা ও কুনবের মেহেতা নামে দুইভাই সর্দার বল্লবভাই প্যাটেলকে নেতৃত্বদানের অনুরোধ জানান। ১৯২৮ সালে প্যাটেল বারদৌলিতে এসে নেতৃত্বভার গ্রহণ করেন। তাঁর সাংগঠনিক প্রতিভা, বাগ্মীতা ও সুনেতৃত্বে আন্দোলন প্রবল আকার ধারণ করে।
আন্দোলনের প্রসার :
হিন্দু মুসলিম কৃষকরা তাঁর নির্দেশে গীতা ও কোরাণ ছুঁয়ে সরকারকে খাজনা বন্ধ করার শপথ গ্রহণ করে। নরহরি পারেখ, রবিশংকর ব্যাস, মোহনলাল পান্ডে তাঁকে আন্দোলন গড়ে তুলতে সাহায্য করে। প্যাটেল বারদৌলি তালুককে ১৩টি ভাগে ভাগ করে ১৩ জন নেতাকে সত্যাগ্রহ পরিচালনার দায়িত্ব দেন।প্যাটেলের আহবানে বহু নারী যেমন মিঠুবেন প্যাটেল, মনিবেন প্যাটেল, শারদা মেহেতা, ভক্তিবঙ্গ প্রমূখ এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মহিলারাই তাকে সর্দার উপাধি দেন।
আন্দোলনের সমাপ্তি :
আন্দোলনের প্রসার ও তীব্রতা দেখে সরকার কৃষকদের ক্ষোভ প্রশমনের জন্য 'ব্লুমফিল্ড ম্যাক্সওয়েল' নামে একটি তদন্ত কমিশন গঠন করে। এটি বারদৌলি ও অন্যান্য প্রদেশের রাজস্ব বৃদ্ধিকে ত্রুটিপূর্ণ ঘোষণা করে এবং রাজস্বের হার হ্রাস করলে আন্দোলনের সমাপ্তি ঘটে।বারদৌলি সত্যাগ্রহের গুরুত্ব :
- বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন ছিল মূলত একটি কৃষক আন্দোলন।
- একই সঙ্গে এটি ছিল খাজনা বিরোধী আন্দোলন, নিম্নবর্গীয় মানুষজন ও কৃষকদের যোগদান, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সরকারের খাজনা বন্ধ ও প্রলোভন উপেক্ষার শপথ গ্রহণ, মহিলা ও ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে ভিন্ন মাত্রা দান করে।
- শুধুমাত্র তাই নয় এই আন্দোলনের দৃষ্টান্ত পরবর্তী কালের কৃষক আন্দোলনগুলিকেও অনুপ্রাণিত করেছিল।
---------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন