গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন?
তাঁর বিরূপ বজ্র, অদ্ভুত লোক, নবহুল্লোড় প্রভৃতি গ্রন্থে অংকিত ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি ঔনইবেশিক বাঙালি সমাজের ইংরেজ প্রীতি, বাবু কালচার, ধনী ও অভিজাত শ্রেণির 'সাহেব' সাজার চেষ্টার তীব্র সমালোচনা করেছেন।
তিনি 'খল ব্রাহ্মণ' চিত্রের মাধ্যমে দেখিয়েছেন একজন ব্রাহ্মণ কীভাবে ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মাংস, মদ ও মহিলায় আসক্ত হয়ে পড়েছেন। 'প্রচন্ড মমতায়' তিনি তুলে ধরেছেন ব্রিটিশের নিপীড়ন। 'জাঁতাসুর' চিত্রের মাধ্যমে বাঙালির ফুটবলপ্রীতি ও মোহনবাগানের ১৯১১ সালের আইএফএ শিল্ড জেতাকে কেন্দ্র করে যে স্বদেশ প্রেম জেগে উঠেছিল তার দুর্বলতাকে নির্মোহ চোখে তুলে ধরেছিলেন।
তাঁর অঙ্কিত ব্যঙ্গচিত্র সে সময় বাঙালিদের মধ্যে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি করে। রসিক বাঙালি ব্যঙ্গচিত্রের রসাস্বাদনের সাথে সাথে ঔপনিবেশিক সমাজব্যবস্থার কুফল সম্বন্ধে সচেতন হয়ে ওঠেন। এটাই তাঁর ব্যঙ্গচিত্রের তাৎপর্য।
-------------------------------
বিকল্প প্রশ্ন :
- চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র উপনিবেশ বিরোধী জাতীয় চেতনা সৃষ্টিতে কীভাবে কতটা প্রভাব ফেলেছিল?
- জাতীয়তাবাদী চেতনার বিকাশে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের ভূমিকা / তাৎপর্য / গুরুত্ব লেখ।
- বহুবিকল্পভিত্তিক প্রশ্ন - বিভাগ - ক (প্রশ্নের মান -১ )
- অতিসংক্ষিপ্ত প্রশ্ন - বিভাগ - খ (প্রশ্নের মান -১ )
- সংক্ষিপ্ত প্রশ্ন - বিভাগ - গ (প্রশ্নের মান - ২ )
- বিশ্লেষণধর্মী প্রশ্ন - বিভাগ - ঘ (প্রশ্নের মান - ৪ )
- ব্যাখ্যামূলক প্রশ্ন - বিভাগ - ঙ (প্রশ্নের মান - ৮ )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন