গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র : 'খল ব্রহ্মণ'
গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?
বাংলা চিত্রশিল্প ও কার্টুন শিল্পের (ব্যঙ্গচিত্র) ক্ষেত্রে গগনেন্দ্রনাথ ঠাকুর এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি তাঁর ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের তীব্র সমালোচনা করেছিলেন।
তাঁর অঙ্কিত 'খল ব্রাহ্মণ', 'প্রচন্ড মমতায়', 'জাঁতাসুর' প্রভৃতি ব্যঙ্গচিত্র সে সময় বাঙালিদের মধ্যে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি করে। রসিক বাঙালি ব্যঙ্গচিত্রের রসাস্বাদনের সাথে সাথে ঔপনিবেশিক সমাজব্যবস্থার কুফল সম্বন্ধে সচেতন এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে ওঠেন।
এটাই তাঁর ব্যঙ্গচিত্রের তাৎপর্য এবং এ কারণেই তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
----------------------------
বিকল্প প্রশ্ন :
- চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র উপনিবেশ বিরোধী জাতীয় চেতনা সৃষ্টিতে কীভাবে কতটা প্রভাব ফেলেছিল?
- জাতীয়তাবাদী চেতনার বিকাশে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের ভূমিকা / তাৎপর্য / গুরুত্ব লেখ।
অন্যান্য প্রশ্ন :
✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏
এই বিভাগের (সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ দুই-তিন বাক্যে উত্তর) আরও প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করো।
এই অধ্যায়ের অন্যান্য বিভাগের প্রশ্ন দেখুন :
- বহুবিকল্পভিত্তিক প্রশ্ন - বিভাগ - ক (প্রশ্নের মান -১ )
- অতিসংক্ষিপ্ত প্রশ্ন - বিভাগ - খ (প্রশ্নের মান -১ )
- সংক্ষিপ্ত প্রশ্ন - বিভাগ - গ (প্রশ্নের মান - ২ )
- বিশ্লেষণধর্মী প্রশ্ন - বিভাগ - ঘ (প্রশ্নের মান - ৪ )
- ব্যাখ্যামূলক প্রশ্ন - বিভাগ - ঙ (প্রশ্নের মান - ৮ )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন