অনন্দমঠ উপন্যাসে জাতীয়তাবাদী ভাবধারা :
আঠারো শতকের বাংলার ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী-ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত বঙ্কিমচন্দ্রের 'আনন্দমঠ' উপন্যাসটি জাতীয়তাবাদী ভাবধারাকে গভীরভাবে উদ্দীপ্ত করেছিল।
১) আনন্দমঠ-এর সন্তানদলের উচ্চারিত 'বন্দেমাতরাম মন্ত্র' দেশবাসীকে মুক্তি আন্দোলনে যোগ দিতে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। যদু ভট্ট সুরারোপিত এই গান ক্রমে বিপ্লবীদের কাছে জাতীয় সংগীতে পরিণত হয়।
২) এই গ্রন্থে দেশমাতৃকার অতীত (মা যা ছিলেন), বর্তমান (মা যা হয়েছেন) ও ভবিষ্যত (মা যা হবেন) মূর্তিগুলি তুলে ধরে বঙ্কিমচন্দ্র স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে বিদ্রোহের আহ্বান জানান।
৩) আনন্দমঠ-এর সন্তানদলের সদস্য সত্যানন্দের বক্তব্য, 'আমরা অন্য মা মানি না .... জন্মভূমিই জননী' এবং 'দেশমাতা হলেন মা, দেশপ্রেম হল ধর্ম, এবং দেশসেবা হল পূজা'- ভারতের শিক্ষিত যুব সমাজকে, বিশেষ করে, কংগ্রেসী নেতৃবৃন্দের একাংশকে অনুপ্রাণিত করে।
এইভাবে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি সংগ্রামী জাতীয়তাবাদী চিন্তাধারার প্রচারে বিশেষ সহায়ক হয়েছিল। এই কারণে অনন্দমঠকে 'স্বদেশপ্রেমের গীতা' এবং অধ্যাপক হিরেন্দ্রনাথ দত্ত বঙ্কিমচন্দ্রকে 'ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃত জনক' বলে অভিহিত করেছেন।
বিকল্প প্রশ্ন :
১) জাতীয়তাবাদী ভাবধারা বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো।
২) জাতীয়তাবাদী ভাবধারা বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অনন্দমঠ' উপন্যাসের অবদান লেখো।
অন্যান্য প্রশ্ন :
প্রশ্নের মান - ৮ (পনের-ষোলো বাক্যে উত্তর)
প্রশ্নের মান - ৪ (দুই-তিন বাক্যে উত্তর)
✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন