ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি :
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অনেক।ইন্টারনেট ব্যবহারের সুবিধা:
১) তথ্য সংগ্রহ সহজ : অতি সহজে ঘরে বসে দুনিয়ার প্রায় যাবতীয় তথ্য সংগ্রহ করা যায়।
২) তথ্য সংগ্রহ দ্রুত হয় : ইঞ্জিনের সাহায্যে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে বের করা যায়।
৩) তথ্য সংগ্রহে স্বল্প ব্যয় : প্রচুর অর্থ ব্যয় না করে বই না কিনে অতি সামান্য অর্থের বিনিময় ডাটা ব্যবহার ওরে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যায়।
৪) পৃথিবীর বিখ্যাত লাইব্রেরী ব্যবহার : ঘরে বসেই সারা পৃথিবীর অনলাইন লাইব্রেরী থেকে দুষ্প্রাপ্য মূল গ্রন্থ কিংবা রিপোর্ট সংগ্রহ করা যায়।
তবে সবকিছুর মত ইন্টারনেট ব্যবস্থারও সুবিধা-অসুবিধা দুই-ই আছে। তাই অসুবিধার বিষয়ে সচেতন থেকে এই ব্যবস্থার ব্যবহার ইতিহাসচর্চার পক্ষে অনেক ইতিবাচক ভূমিকা নিতে পারে - একথা নিসন্দেহে বলা যায়। ।
-----------শেষ--------------
বিকল্প প্রশ্ন :
ব্যাখ্যামূলক প্রশ্ন : প্রশ্নের মান - ৮ (পনের-ষোলো বাক্যে উত্তর)
১) ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব লেখো।
২) আধুনিক ইতিহাসচর্চায় ইন্টারনেট ব্যবস্থার গুরুত্ব নির্ণয় করো।
বিশেষ দ্রষ্টব্য :
পর্ষদের নিয়ম অনুযায়ী এই অধ্যায় থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়ার কথা নয়। তবুও এখানে করে দেওয়া হল যদি নিয়মের বাইরে গিয়ে কখনও প্রশ্ন এসে যায় তখন তার উত্তর কেমন হবে সে-সম্পর্কে ধারণা দেওয়ার জন্য।
অন্যান্য প্রশ্ন :
সংক্ষিপ্ত প্রশ্ন : প্রশ্নের মান - ২ (দুই-তিন বাক্যে উত্তর) :
১) ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি লেখ।
২ ) ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন : প্রশ্নের মান - ৮ (পনের-ষোলো বাক্যে উত্তর) : এখানে ক্লিক করো।
১) ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব লেখো।
২) আধুনিক ইতিহাসচর্চায় ইন্টারনেট ব্যবস্থার গুরুত্ব নির্ণয় করো।
এই অধ্যায়ের অন্যান্য বিভাগের প্রশ্ন দেখুন :
- বহুবিকল্পভিত্তিক প্রশ্ন - বিভাগ - ক (প্রশ্নের মান -১ )
- অতিসংক্ষিপ্ত প্রশ্ন - বিভাগ - খ (প্রশ্নের মান -১ )
- সংক্ষিপ্ত প্রশ্ন - বিভাগ - গ (প্রশ্নের মান - ২ )
- বিশ্লেষণধর্মী প্রশ্ন - বিভাগ - ঘ (প্রশ্নের মান - ৪ )
- ব্যাখ্যামূলক প্রশ্ন - বিভাগ - ঙ (প্রশ্নের মান - ৮ )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন