ইলবার্ট বিল :
লর্ড রিপন ভারতে আসার আগে ভারতীয় বিচারকরা অভিযুক্ত কোন ইংরেজের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট যে খসড়া বিল রচনা করেন তা ইলবার্ট বিল (১৮৮৩) নামে পরিচিত।
শ্বেতাঙ্গ ইংরেজরা এই বিলের বিরুদ্ধে (বিপক্ষে) ব্যাপক আন্দোলন গড়ে তুললে ব্রিটিশ সরকার একসময় এই বিলটি সংশোধন করতে বাধ্য হয়।
গুরুত্ব :
ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেন, ইলবার্ট বিল আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
১) এই আন্দোলনের ফলে জাতীয় মর্যাদা সম্পর্কে ভারতবাসীর সচেতনতা বৃদ্ধি পায়,
২) ব্রিটিশ শাসনের প্রতি বেশিরভাগ ভারতীয় মোহভঙ্গ ঘটে,
৩) এই আন্দোলন থেকে ভারতবাসী উপলব্ধি করে যে, সঙ্ঘবদ্ধ আন্দোলনের দ্বারাই সরকারের নীতি ও কার্যাবলীকে প্রভাবিত করা যায়,
৪) ভারতবাসী এও বুঝতে পারে যে, স্বাধীনতা লাভ করতে না পারলে ভারতবাসী প্রকৃত মর্যাদা ও নিরাপত্তা পাবেনা।
অন্যান্য প্রশ্ন :
বিশ্লেষণমূলক প্রশ্ন । প্রশ্নের মান - ৪ (সাত-আট বাক্যে উত্তর)
ব্যাখ্যামূলক প্রশ্ন । প্রশ্নের মান - ৮ (পনের-ষোলো বাক্যে উত্তর)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন