চুয়াড় বিদ্রোহ :
আঠারো শতকের দ্বিতীয়ার্ধে অধুনা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের চুয়াড় জনজাতির মানুষেরা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করে তা ‘চুয়াড় বিদ্রোহ’ নামে পরিচিত।
চুয়াড় বিদ্রোহের গুরুত্ব
আঠারশ সালের জানুয়ারি মাসে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি অনেক চেষ্টায় এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর গুরুত্ব অনস্বীকার্য। এই বিদ্রোহের ফলে,
১) চুয়ার দের এই বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল যা পরবর্তীকালে ভারতের শিক্ষিত শিক্ষিত সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছিল প্রায় 100 বছর পরে।
২) জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধভাবে এই বিদ্রোহের শামিল হয়েছিল যা সচরাচর লক্ষ্য করা যায় না।
৩) তাদের এই আন্দোলনের ফলে বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে দুর্গম বনাঞল কে নিয়ে জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করতে ব্রিটিশরা বাধ্য হয়।
৪) এবং পরবর্তীকালে ভূমি রাজস্ব নির্ধারণের ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকতর সাবধানতা অবলম্বন করতে বাধ্য হয়।
আঠারশ সালের জানুয়ারি মাসে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি অনেক চেষ্টায় এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর গুরুত্ব অনস্বীকার্য। এই বিদ্রোহের ফলে,
১) চুয়ার দের এই বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল যা পরবর্তীকালে ভারতের শিক্ষিত শিক্ষিত সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছিল প্রায় 100 বছর পরে।
২) জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধভাবে এই বিদ্রোহের শামিল হয়েছিল যা সচরাচর লক্ষ্য করা যায় না।
৩) তাদের এই আন্দোলনের ফলে বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে দুর্গম বনাঞল কে নিয়ে জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করতে ব্রিটিশরা বাধ্য হয়।
৪) এবং পরবর্তীকালে ভূমি রাজস্ব নির্ধারণের ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকতর সাবধানতা অবলম্বন করতে বাধ্য হয়।
------------------------
বিকল্প প্রশ্ন :
১) চুয়াড় বিদ্রোহ কী? এই বিদ্রোহের ফলাফল সংক্ষেপে লেখ।
চুয়াড় বিদ্রোহ সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ঃ
- চুয়াড় বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ( প্রশ্নের মান - ৮ )
- চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল? ( প্রশ্নের মান - ৪ )
- চুয়ার বিদ্রোহের গুরুত্ব উল্লেখ করো। ( প্রশ্নের মান - ২ )
অন্যান্য প্রশ্ন :
ব্যাখ্যা মূলক প্রশ্ন । পনের-ষোলো বাক্যে উত্তর। প্রশ্নের মান - ৮
এই অধ্যায়ের আরও সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নের মান - ২ )।
- ভারতীয় অরণ্য আইন কী?
- ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল?
- বারাসাত বিদ্রোহ কী?
- বাঁশেরকেল্লা কী?
- খুৎকাঠি প্রথা কী?
- দাদন প্রথা কী?
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
- ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য আদর্শ কী ছিল?
- ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
- তিতুমীর স্মরণীয় কেন?
- দুদুমিয়া স্মরণীয় কেন?
- দামিন-ই-কোহ কী?
- মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জীর ভূমিকাকী ছিল?
- নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কী ছিল?
- 'দার-উল-হারব' এবং 'দার-উল- ইসলাম' কথার অর্থ কী?
- নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত লেখ।
- চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন