জমিদার সভা ও ভারত সভা
জমিদার সভা এবং ভারত সভা উভয়ই মূলত রাজনৈতিক সংগঠন। তবে এই সংগঠন দুটি গড়ে তোলার উদ্দেশ্য বিশ্লেষণ করলে এদের মধ্যে মৌলিক পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।
জমিদার সভা ও ভারত সভার পার্থক্য :
১) জমিদার সভা হল ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন, যা ১৮৩৮ সালে প্রতিষ্ঠিত হয়।
অন্যদিকে ভারত সভা তৈরি হয় ১৮৭৬ সালে।
২) জমিদার সভা প্রতিষ্ঠিত হয় দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেব-এর সভাপতিত্বে।
কিন্তু ভারত সভা প্রতিষ্ঠিত হয় মূলত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায়।
৩) জমিদার সভার প্রধান উদ্দেশ্য ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা।
অন্যদিকে ভারত সভার উদ্দেশ্য ছিল আপামর ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা করা।
Ok
উত্তরমুছুন