১৮৭৬ সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায় কলকাতায় গড়ে ওঠে 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন' বা 'ভারত সভা'।
এই সংগঠন প্রতিষ্ঠা প্রধান উদ্দেশ্য ছিল :
১) ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা করা।
২) এই উদ্দেশ্য পূরণের জন্য ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো।
এই দুটি উদ্দেশ্য সাধনের জন্য ভারত সভা কিছু নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে। যেমন, ১) জনমত গঠন করা, ২) রাজনৈতিক স্বার্থে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা, ৩) হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করা এবং ৪) স্বল্পশিক্ষিত সাধারণ ভারতীয়দের রাজনৈতিক গণ আন্দোলনে শামিল করা।
বিকল্প প্রশ্ন :
১) কে কতসালে ভারতসভা প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল?
২) কে কতসালে কেন ভারতসভা গড়ে তোলেন?
নতুন.সামাজিক ইতিহাস বলতে কি বঝো
উত্তরমুছুনইতিহাসের আলােচনায় একটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক ইতিহাস। আগে সামাজিক.ইতিহাস শুধু রাজা-মহারাজা, অভিজাতবর্গ ও উচ্চবর্গের আলােচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানকালে এই আলােচনার যথেষ্ট প্রসার ঘটেছে এবং সমাজের সাধারণ, নিম্নবর্গ ও প্রান্তিক মানুষের আলােচনাও এতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে সামাজিক.ইতিহাস নতুন সামাজিক ইতিহাস রূপে পরিচিত হয়েছে।