ইলবার্ট বিল কী? এই বিলের পক্ষে বিপক্ষে কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল? ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব লেখো।
ইলবার্ট বিল, এই বিলের প্রতিক্রিয়া ও গুরুত্ব :
লর্ড রিপন ভারতে আসার আগে ভারতীয় বিচারকরা কোন অভিযুক্ত কোন ইংরেজের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিলের খসড়া রচনা করেন। এই বিল অনুসারে ভারতীয় বিচারকরা ইংরেজদের বিচার করার অধিকার পায়। এই খসড়া বিলই ইলবার্ট বিল (১৮৮৩) নামে পরিচিত।
এই বিলের পক্ষে এবং বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেন ইলবার্ট বিল আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
ইলবার্ট বিল :
লর্ড রিপন ভারতে আসার আগে ভারতীয় বিচারকরা অভিযুক্ত কোন ইংরেজের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট যে খসড়া বিল রচনা করেন তা ইলবার্ট বিল (১৮৮৩) নামে পরিচিত।
প্রতিক্রিয়া :
এই বিলের পক্ষে এবং বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এই বিলের সমর্থনে (পক্ষে) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভা তীব্র আন্দোলন গড়ে তোলে। অন্যদিকে শ্বেতাঙ্গ ইংরেজরা এই বিলের বিরুদ্ধে (বিপক্ষে) ব্যাপক আন্দোলন গড়ে তোলে। তাদের আন্দোলনের চাপে পড়ে ব্রিটিশ সরকার একসময় এই বিল প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।
গুরুত্ব :
ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেন, ইলবার্ট বিল আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
১) এই আন্দোলনের ফলে জাতীয় মর্যাদা সম্পর্কে ভারতবাসীর সচেতনতা বৃদ্ধি পায়,
২) ব্রিটিশ শাসনের প্রতি বেশিরভাগ ভারতীয় মোহভঙ্গ ঘটে,
৩) এই আন্দোলন থেকে ভারতবাসী উপলব্ধি করে যে সঙ্ঘবদ্ধ আন্দোলনের দ্বারাই সরকারের নীতি ও কার্যাবলীকে প্রভাবিত করা যায়,
৪) ভারতবাসী এও বুঝতে পারে যে, স্বাধীনতা লাভ করতে না পারলে ভারতবাসী প্রকৃত মর্যাদা ও নিরাপত্তা পাবেনা।
-----------------------
বিকল্প প্রশ্ন :
১) ইলবার্ট বিল আন্দোলন বলতে কী বোঝ? এই আন্দোলনের গুরুত্ব নির্ণয় করো।
২) ইলবার্ট বিল কে কী উদ্দেশ্যে উত্থাপন করেন? এর প্রতিক্রিয়া কী হয়েছিল?
অন্যান্য প্রশ্ন :
সংক্ষিপ্ত প্রশ্ন । প্রশ্নের মান - ২ (দুই-তিন বাক্যে উত্তর)
১) ইলবার্ট বিল কী?
২) ইলবার্ট বিলের কী প্রতিক্রিয়া হয়েছিল?
৩) ইলবার্ট বিলের গুরুত্ব কীছিল?
ব্যাখ্যামূলক প্রশ্ন । প্রশ্নের মান - ৮ (পনের-ষোলো বাক্যে উত্তর)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন