ইলবার্ট বিল :
লর্ড রিপন ভারতে আসার আগে ভারতীয় বিচারকরা অভিযুক্ত কোন ইংরেজের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট যে খসড়া বিল রচনা করেন তা ইলবার্ট বিল (১৮৮৩) নামে পরিচিত।
প্রতিক্রিয়া :
এই বিলের পক্ষে এবং বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
এই বিলের সমর্থনে (পক্ষে) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা তীব্র আন্দোলন গড়ে তোলে। অন্যদিকে শ্বেতাঙ্গ ইংরেজরা এই বিলের বিরুদ্ধে (বিপক্ষে) ব্যাপক আন্দোলন গড়ে তোলে। তাদের আন্দোলনের চাপে পড়ে ব্রিটিশ সরকার একসময় এই বিল প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।
ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেন ইলবার্ট বিল আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
অন্যান্য প্রশ্ন :
বিশ্লেষণমূলক প্রশ্ন । প্রশ্নের মান - ৪ (সাত-আট বাক্যে উত্তর)
ব্যাখ্যামূলক প্রশ্ন । প্রশ্নের মান - ৮ (পনের-ষোলো বাক্যে উত্তর)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন