নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা :
খ্রিস্টান ধর্মের প্রচারক হলেও এই মিশনারিদের নীলবিদ্রোহের সমর্থনে (1859 খ্রিঃ) গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
খ্রিস্টান মিশনারিরা এই বিদ্রোহেই প্রথম বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইংল্যান্ডের চার্চ মিশনারি সোসাইটির ৩ জন সদস্য, জার্মান মিশনারির বমভাইটস, ফ্রেডারিক সুর, জে.জি. লিংকে, সর্বোপরি জেমস লঙ -এর ভূমিকা গুরুত্ব পূর্ণ।
জেমস লং দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করে ব্রিটিশ পার্লামেন্টের নজরে আনার চেষ্টা করেন নীলচাষীদের দুর্দশার কথা।
--------------------------------------
বিকল্প প্রশ্ন :
১) নীল বিদ্রোহ কত সালে হয়? এই বিদ্রোহে খ্রিস্টান মিশনারীরা কী ভূমিকা নিয়েছিলেন?
২) নীল বিদ্রোহ সমর্থনকারি কয়েকজন খ্রিস্টান মিশনারীর নাম লেখো।
অন্যান্য প্রশ্ন :
- ভারতীয় অরণ্য আইন কী?
- ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল?
- বারাসাত বিদ্রোহ কী?
- বাঁশেরকেল্লা কী?
- খুৎকাঠি প্রথা কী?
- দাদন প্রথা কী?
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
- ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য আদর্শ কী ছিল?
- ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
- তিতুমীর স্মরণীয় কেন?
- দুদুমিয়া স্মরণীয় কেন?
- দামিন-ই-কোহ কী?
- মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জীর ভূমিকাকী ছিল?
- নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কী ছিল?
- 'দার-উল-হারব' এবং 'দার-উল- ইসলাম' কথার অর্থ কী?
- নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত লেখ।
- চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
Thengs Google
উত্তরমুছুনThank you sir
উত্তরমুছুন