ভারতীয় অরণ্য আইন :
ব্রিটিশ সরকার ১৮৬৫ সালে এক আইন বলে এদেশের অরণ্য সম্পদের উপর ভারতীয়দের অধিকার খর্ব করে অরণ্য সম্পদকে সরকারি সংরক্ষণের আওতায় নিয়ে আসে। সরকার ঘোষণা করে যে, অরণ্যে ঘেরা যেকোনো ভূমি হলো সরকারের সম্পত্তি। ১৮৬৫ সালে পাস হওয়া এই আইন 'ভারতীয় অরণ্য আইন' নামে পরিচিত।
উদ্দেশ্য :
ভারতীয় অরণ্যের ওপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জারি করা এই আইনি পদক্ষেপের ফলে অরণ্যের ওপর নির্ভরশীল ভারতের আদিবাসী সম্প্রদায় তাদের শতসহস্র বছরের অরণ্যের অধিকার হারিয়ে প্রচন্ড দুর্দশার শিকার হয়। এবং সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে বিদ্রোহের পথে পা বাড়ায়। চুয়াড়, কোল, সাঁওতাল প্রভৃতি বিদ্রোহ তাদের উজ্জ্বল দৃষ্টান্ত।
----------------------------------
বিকল্প প্রশ্ন :
১) কত সালে কী উদ্দেশ্যে ভারতীয় অরণ্য আইন পাস করা হয়? এর ফল কী হয়েছিল?
এই অধ্যায়ের অন্যান্য প্রশ্ন ও উত্তর :
- ভারতীয় অরণ্য আইন কী?
- ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল?
- বারাসাত বিদ্রোহ কী?
- বাঁশেরকেল্লা কী?
- খুৎকাঠি প্রথা কী?
- দাদন প্রথা কী?
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
- ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য আদর্শ কী ছিল?
- ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
- তিতুমীর স্মরণীয় কেন?
- দুদুমিয়া স্মরণীয় কেন?
- দামিন-ই-কোহ কী?
- মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জীর ভূমিকাকী ছিল?
- নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কী ছিল?
- 'দার-উল-হারব' এবং 'দার-উল- ইসলাম' কথার অর্থ কী?
- নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত লেখ।
- চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন