জাতীয় চেতনার প্রসারে আনন্দমঠ উপন্যাস :
উনিশ শতকের ভারতীয়় জাতীয়তাবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেছেছিলেন বিভিন্ন লেখক ও সাহিত্যিক। এ বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও তাঁর 'আনন্দমঠ' উপন্যাসের অবদান অবিস্মরণীয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ'-এর অবদান :
আঠারো শতকের বাংলার ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী-ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত বঙ্কিমচন্দ্রের 'আনন্দমঠ' উপন্যাসটি প্রগাঢ় প্রভাব ফেলেছিল জাতীয়তাবাদীদের ওপর :
১) আনন্দমঠ-এর সন্তানদলের উচ্চারিত 'বন্দেমাতরাম মন্ত্র' দেশবাসীকে মুক্তি আন্দোলনে যোগ দিতে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। যদু ভট্ট সুরারোপিত এই গান ক্রমে বিপ্লবীদের কাছে জাতীয় সংগীতে পরিণত হয়।
২) এই গ্রন্থে দেশমাতৃকার অতীত (মা যা ছিলেন), বর্তমান (মা যা হয়েছেন) ও ভবিষ্যত (মা যা হবেন) মূর্তিগুলি তুলে ধরে বঙ্কিমচন্দ্র স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে বিদ্রোহের আহ্বান জানান।
৩) এই মূর্তির মাধ্যমে শোষণ মুক্তা, কল্যাণীয়া ও জগদ্ধাত্রী দেশমাতৃকার মূর্তিকে তুলে ধরে তিনি জাতিকে শুনিয়েছেন, 'দেশমাতা হলেন মা, দেশপ্রেম হল ধর্ম, এবং দেশসেবা হল পূজা'।
৪) আনন্দমঠ-এর সন্তানদলের সদস্য সত্যানন্দের বক্তব্য, 'আমরা অন্য মা মানি না .... জন্মভূমিই জননী' - ভারতের শিক্ষিত যুব সমাজকে বিশেষ করে কংগ্রেসী নেতৃবৃন্দের একাংশকে অনুপ্রাণিত করে।
৫) এই জন্মভূমি-জননীকে পরাধীনতার শৃংখলমুক্ত করার কাজে আবেদন-নিবেদন নীতি নয়, চরমপন্থী (সংগ্রামী জাতীয়তাবাদ) আদর্শই যে জরুরী, বঙ্কিমচন্দ্র সত্যানন্দের মুখ দিয়ে তা দেশবাসীকে শুনিয়েছেন।
এইভাবে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি সংগ্রামী জাতীয়তাবাদী চিন্তাধারার প্রচারে বিশেষ সহায়ক হয়েছিল। দেশাত্মবোধ প্রচারের অপরাধে উপন্যাসটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ করার ঘটনাই প্রমাণ করে সংগ্রামী জাতীয় চেতনার বিকাশে এর প্রভাব কতটা ছিল। এই কারণে অনন্দমঠকে 'স্বদেশপ্রেমের গীতা' এবং অধ্যাপক হিরেন্দ্রনাথ দত্ত বঙ্কিমচন্দ্রকে 'ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃত জনক' বলে অভিহিত করেছেন।
------------------------
বিকল্প প্রশ্ন :
১) বঙ্কিমচন্দ্র ও তাঁর আনন্দমঠ উপন্যাসটি কীভাবে সংগ্রামী জাতীয়তাবাদী চিন্তাধারার প্রচারে বিশেষ সহায়ক হয়েছিল?
২) সংগ্রামী জাতীয়তাবাদী চিন্তাধারার প্রসারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকার মূল্যায়ন করো।
অন্যান্য প্রশ্ন :
প্রশ্নের মান - ৮ (পনের-ষোলো বাক্যে উত্তর)
প্রশ্নের মান - ২ (দুই-তিন বাক্যে উত্তর)
✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন