বিভাগ - 'ক'
এই অধ্যায় থেকে এই বিভাগের জন্য দু'টি প্রশ্ন থাকবে। দুটিরই উত্তর দিতে হবে।
এই বিভাগের নিচে প্রদত্ত প্রশ্নগুলোর উত্তরসহ আরও প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করো (এবং পঞ্চম অধ্যায়ের মকটেস্টগুলো দাও)
১) সঠিক উত্তরটি নির্বাচন করো।
১.১) ভারতে প্রথম কারা ছাপাখানার প্রচলন করেন?
ক) ইংরেজরা খ) পর্তুগিজরা গ) ফরাসিরা ঘ) ওলন্দাজরা
১.২) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হল -
ক) দিগদর্শন খ) সমাচার দর্পন গ) দ্য ক্যালকাটা গেজেট ঘ) বেঙ্গল গেজেট
১.৩) বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল -
ক) দিগদর্শন খ) সমাচার দর্পন গ) সমাচার চন্দ্রিকা ঘ) বেঙ্গল গেজেট।
১.৪) 'ইউ যেন রায় অ্যান্ড সন্স' প্রতিষ্ঠিত হয় -
ক) ১৮৮০ সালে খ) ১৮৮৫ সালে গ) ১৮৯০ সালে ঘ) ১৮৯৫ সালে।
১.৫) ভারতে হাফটোন পদ্ধতি প্রবর্তন করেন -
ক) ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী খ) সুকুমার রায় গ) পঞ্চানন কর্মকার ঘ) চার্লস উইলকিনস।
১.৬) 'ইউ যেন রায় অ্যান্ড সন্স' ভূমিকা নিয়েছিল -
ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে খ) বাংলায় চিকিৎসাবিদ্যার প্রসারে গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের পিছনে।
১.৭) হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন -
ক) রাধানাথ শিকদার খ) প্রমথনাথ বসু গ) ভূদেব মুখোপাধ্যায় ঘ)জগদীশচন্দ্র বসু।
১.৮) মারকিউরাস নাইট্রেটের (লাফিং গ্যাস) আবিষ্কার করেন -
ক) মেঘনাথ সাহা খ) প্রফুলচন্দ্র রায় গ) জগদীশচন্দ্র বসু ঘ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
১.৯) বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন -
ক) জগদীশচন্দ্র বসু খ) সত্যেন্দ্রনাথ বসু গ) চন্দ্রমুখী বসু ঘ) আনন্দমোহন বসু।
১.১০ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন -
ক) সতীশচন্দ্র মুখোপাধ্যায় খ) সতীশচন্দ্র বসু গ) রাসবিহারী ঘোষ ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত।
এই অধ্যায়ের অন্যান্য বিভাগের প্রশ্ন দেখুন :
- বহুবিকল্পভিত্তিক প্রশ্ন - বিভাগ - ক (প্রশ্নের মান -১ )
- অতিসংক্ষিপ্ত প্রশ্ন - বিভাগ - খ (প্রশ্নের মান -১ )
- সংক্ষিপ্ত প্রশ্ন - বিভাগ - গ (প্রশ্নের মান - ২ )
- বিশ্লেষণধর্মী প্রশ্ন - বিভাগ - ঘ (প্রশ্নের মান - ৪ )
- ব্যাখ্যামূলক প্রশ্ন - বিভাগ - ঙ (প্রশ্নের মান - ৮ )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন