'গোরা' উপন্যাসের দিয়ে কীভাবে স্বদেশভাবনা বা জাতীয়তাবোধ :
উত্তর :
গোরা’ উপন্যাস একটি স্বাদেশিক উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোরা, যাঁকে রবীন্দ্রনাথ একজন নির্ভেজাল দেশপ্রেমিক রূপে গড়ে তুলেছেন। ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রীয় চরিত্র গোরার বক্তব্য ও কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা বলেছেন।
‘গোরা’ উপন্যাসের ভূমিকা :
প্রথমত, গোঁরা উপন্যাসে গোরার চোখে দেশের অগণিত দরিদ্র মানুষের দুঃখকষ্ট ধরা পড়েছে। অশিক্ষিত মানুষের প্রতি এদেশীয় ইংরেজি জানা তথাকথিত শিক্ষিত ও ভদ্রবেশী মানুষের অবজ্ঞা ও বিদ্রুপ তাঁকে গভীরভাবে আহত করেছে।
দ্বিতীয়ত, নায়ক গোরার কাছে পার্থিব প্রেম-ভালোবাসা, দেশাত্মবোধের কাছে হার মেনেছে। তাই তিনি তাঁর প্রেমিকা সুচরিতার প্রেমবন্ধন ছিন্ন করে দূরে সরে গিয়েছেন।
তৃতীয়ত, ব্রাহ্মনেতা পরেশবাবুকে গোঁরা একদিন বলেছেন, ‘আপনি আমাকে আজ সেই দেবতার মন্ত্র দিন, যিনি হিন্দু-মুসলমান-খ্রিস্টান-ব্রাক্ষ্মণ সকলেরই....যিনি ভারতবর্ষের দেবতা।' এই উক্তির মধ্য দিয়ে একদিকে যেমন গোরার অন্তরে মাতৃভূমির প্রতি ভালোবাসার নমুনা পাওয়া যায়, তেমনই সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার মনোভাবও সুস্পষ্ট হয়েছে।
চতুর্থত, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছিলেন যে, ধর্মীয় সংকীর্ণতা জাতীয়তাবোধের পরিপন্থী। এর দ্বারা মানবগোষ্ঠী বা জাতির কোনো মঙ্গলসাধন হয় না। এজন্য তিনি গোরার মুখ দিয়ে তাঁর হিন্দু লালন-পালনকারি মা আনন্দময়ীর উদ্দেশ্যে বলিয়েছিলেন, “মা, তুমিই আমার মা।'... তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই ....তুমিই আমার ভারতবর্ষ।”|
মূল্যায়ন :
ঊনবিংশ শতাব্দীর ভারতীয় সমাজ সংস্কার আন্দোলন, পাশ্চাত্য শিক্ষার বিস্তার, বাংলা নবজাগরণের মতো ঘটনার মধ্যে দিয়ে পথ হাটছিল।সামাজিক টানাপোড়েন এই সময়ে বৈশিষ্ট্য। সেখানে দাঁড়িয়ে রবীনাথ ঠাকুর অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে দিয়ে জাতীয়তাবাদের মূল রূপ কি হতে পারে তা ভারতীয়দের সামনে তুলে ধরেন এ গোরা উপন্যাসের মাধ্যমে। এককথায় বলা যায় যে, ‘গোরা’ শুধুমাত্র একটি সাহিত্যই নয়; এটি একটি দেশাত্মবোধক উপন্যাস।
-----------------------------
বিকল্প প্রশ্ন :
১) জাতীয়চেতনা প্রসারে ‘গোরা' উপন্যাসের অবদান কী?
২) গোরা' উপন্যাসের দিয়ে কীভাবে স্বদেশভাবনা বা জাতীয়তাবোধ ফুটে উঠেছে?
✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏
✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏
চতুর্থ অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ রচনধর্মী প্রশ্নোত্তর
- ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো?
- লেখায় ও রেখায় কীভাবে জাতীয় চেতনার প্রসার ঘটে তা আলোচনা করো? অথবা : ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ লেখা ও রেখায় কীভাবে ফুটে উঠেছিল?
- ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে রবীন্দ্রনাথের গোরা উপন্যাস কীভাবে সাহায্য করেছে আলোচনা করো?
- ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের 'বর্তমান ভারত'এর ভূমিকা আলোচনা করো?
- আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
- ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো?
- লেখায় ও রেখায় কীভাবে জাতীয় চেতনার প্রসার ঘটে তা আলোচনা করো? অথবা : ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ লেখা ও রেখায় কীভাবে ফুটে উঠেছিল?
- ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে রবীন্দ্রনাথের গোরা উপন্যাস কীভাবে সাহায্য করেছে আলোচনা করো?
- ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের 'বর্তমান ভারত'এর ভূমিকা আলোচনা করো?
- আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন