'মীরাট ষড়যন্ত্র মামলা'টি কী?
মীরাট ষড়যন্ত্র মামলা কী? |
What is Meerut Conspiracy Case?
ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ১৯২৯ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির ৩৩ জন শ্রমিক নেতাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মীরাট ষড়যন্ত্র মামলা করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজাফফর আহমেদ, এসএ ডালো, মিরাজ কর, পি.সি যোশি, গঙ্গাধর অধিকারী প্রমুখ।মূলত, কমিউনিষ্ট আন্দোলনকে প্রতিরোধ করার উদ্দেশ্য নিয়ে এই মামলা শুরু করা হয়।
----------------xx-------------
এ বিষয়ে বিকল্প প্রশ্ন :
- কত সালে, কাদের বিরুদ্ধে, কেন মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়?
- মিরাট ষড়যন্ত্র মামলার কয়েকজন অভিযুক্তের নাম লেখ।
- মিরাট ষড়যন্ত্র মামলার উদ্দেশ্য কি ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন