কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? |
জয়প্রকাশ নারায়ণ, ডক্টর রাম মনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন প্রমুখের উদ্যোগে ১৯৩৪ খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। এই দলের উদ্দেশ্য ছিল -
- জাতীয় কংগ্রেসের সহায়তায় দেশে সমাজতান্ত্রিক আদর্শের রূপায়ণ ঘটানো।
- কৃষক ও শ্রমিক শ্রেণিকে একজোট করে তাদের দাবিগুলি পূরণের চেষ্টা করা।
- কৃষক ও শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষা করে তাদের স্বাধীনতা আন্দোলনে সামিল করা।
- এই দলের লক্ষ্য ছিল কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী শক্তিকে সুসংহত করা।i) উৎপাদনকারী শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরii) দেশীয় রাজা ও জমিদারদের বিলুপ্ত করাiii) কৃষিঋণ মকুব
--------xx-------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- কংগ্রেস সমাজতন্ত্রী দল কত সালে প্রতিষ্ঠিত হয়? এই দল প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
- কারা কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেন?
- কংগ্রেস সমাজতন্ত্রী দল কত সালে গড়ে ওঠে? এই দল গড়ে তোলার কারণ কী ছিল?
এই অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? (তুমি এখন এখানে)
- মিরাট ষড়যন্ত্র মামলা কী?
- আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন?
- মোপলা বিদ্রোহের কারণ কী?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন