মোপলা বিদ্রোহের কারণ কী?
![]() |
মোপলা বিদ্রোহের কারণ কী? |
What is the cause of Moplah rebellion?
১৯২১ সালে মালাবার উপকূলের মোপলা কৃষকরা মহম্মদ হাজির নেতৃত্বে জমিদার শ্রেণীর সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ মোপলা বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের কারণগুলি হলো -
- কেরালার মালাবার অঞ্চলে রাজস্বের হার ছিল অত্যন্ত বেশি। অত্যধিক হারে রাজস্ব দিতে গিয়ে কৃষকরা সর্বস্বান্ত হয়ে যেত।
- এই অঞ্চলের অস্পষ্ট প্রজাস্বত্ব আইনের সুযোগ নিয়ে সরকার ও জমিদাররা মোপলা কৃষকদের উপর তীব্র শোষণ চালাত। ব্রিটিশ সরকার তাদের এই অভিযোগের সমাধান করার জন্য যথেষ্ট কাজ করছে না।
----------xx-----------
এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- মোপলা বিদ্রোহের ঐতিহাসিক পটভূমি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন