ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ কর।
ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা |
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার ভাবনায় প্রভাবিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন গড়ে তোলার কথা, প্রথম সংহতভাবে চিন্তা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ শে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, কৃষ্ণমোহন বন্দোপাধ্যায় প্রমুখদের নিয়ে কলকাতার অ্যালবার্ট হলে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সভা’ প্রতিষ্ঠা করেন।
সর্বসাধারণের প্রতিষ্ঠান :
ভারত সভা প্রতিষ্ঠার পূর্বে প্রায় সব ‘সভা-সমিতি’ ছিল একদিকে আঞ্চলিক এবং অন্যদিকে জমিদার ও ধনী শ্রেণির দ্বারা নিয়ন্ত্রিত। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ‘ভারত সভা’র দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন শিক্ষিত মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জন্য। এখানে বাৎসরিক চাঁদার হার ৫ টাকা হলেও কৃষকদের দিতে হত মাত্র এক টাকা।
মধ্যবিত্ত জন্য দাবী :
শুধু জমিদার শ্রেণির নয়, মধ্যবিত্ত শ্রেণির দাবী ও অধিকার আদায়ের লক্ষ্যেও ‘ভারত সভা’ সোচ্চার হয়েছিল। যেমন
- ১) সিভিল সার্ভিস পরীক্ষার বয়স সীমা ২২ করা
- ২) নাট্যাভিনায় নিয়ন্ত্রণ আইন ১৮৭৬ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, ১৮৭৮ অস্ত্র আইনের মত দমনমূলক আইন প্রত্যাহার,
- ৩) শোষণ মূলক আমদানি শুল্ক আইন প্রত্যাহার,
- ৪) প্রতিনিধি মূলক শাসন পরিষদ, স্বায়ত্তশাসন প্রবর্তন,
- ৫) বিচার বিভাগে ভারতীয়দের শ্বেতাঙ্গদের সমান অধিকার নাই। এই উদ্দেশ্যে ভারত সভা ইলবার্ট বিলকে সমর্থন করেছিল।
কৃষকদের দাবিদাওয়া :
পাশাপাশি ভারত সভা কৃষকদের স্বার্থে বেশ কিছু ‘রায়ত সভা’ গঠন করে। পাবনা বিদ্রোহে কৃষকদের ও আসামের চা বাগানে কুলিদের পাশে দাঁড়িয়েছিলেন ভারত সাভার সদস্যরা।
মূল্যায়ন :
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাগ্মিতা ও সাংগঠনিক দক্ষতায় বাংলায় প্রায় ১২৪ টি শাখা প্রতিষ্ঠিত হয়েছিল। শুধু তাই নয়, ' ভারত ভ্রমণ করে লখনৌ, মিরাট ও লাহোরে ভারত সভার শাখা প্রতিষ্ঠা করেছিলেন।
-----------xx-----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- কে কী উদ্দেশ্যে ভারতসভা প্রতিষ্ঠা করেছেন? ভারতসভার বিভিন্ন দাবিগুলো উল্লেখ করো।
- ভারতসভা গঠনের পটভূমি উল্লেখ করো। ভারতসভা গঠনে সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভূমিকা কী ছিল?
- ভারতসভা গঠনের কারণ কী ছিল? এপ্রসঙ্গে ভারতসভার কর্মসূচি বর্ণনা করো।
সভাসমিতির যুগ বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- 'ভারতসভা' কোথায় প্রতিষ্ঠিত হয়?
- ভারত সভা গঠনের উদ্দেশ্য কি ছিল?
- জমিদারসভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো।
- ইলবার্ট বিল কী? এই বিলের পক্ষে বিপক্ষে কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল? ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব লেখো।
- সভা সমিতির যুগ বলতে কী বোঝো?
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে 'সভা সমিতির যুগ' বলা হয় কেন?
- কে উনিশ শতককে 'সভাসমিতির যুগ' বলে অভিহিত করেছেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন