হিন্দু পেট্রিয়ট পত্রিকা
ঊনিশ শতকে বাংলা থেকে প্রকাশিত যেসব পত্রপত্রিকায় সমকালীন অর্থ-সামাজিক অবস্থার প্রতিফলন ঘটেছে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলো 'হিন্দু পেট্রিয়ট'।
ঊনিশ শতকের হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বাংলার আর্থ-সামাজিক চিত্র :
সমকালীন বাংলার আর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন চিত্র 'হিন্দু পেট্রিয়ট' পত্রিকায় ফুটে উঠেছে।
সামাজিক প্রতিফলন :
🔺মেয়েদের বাল্যবিবাহ, পুরুষদের বহুবিবাহ, মদ্যপান প্রভৃতি সামাজিক কু-প্রথার বিরুদ্ধে নানা সংবাদ এই পত্রিকায় প্রকাশিত হয়।
🔺এছাড়া বিধবা বিবাহের সমর্থন এবং নারী শিক্ষার প্রসারে এই পত্রিকার প্রচার চালায়।
অর্থনৈতিক প্রতিফলন :
১) বাংলাদেশের বেশিরভাগ মানুষ ছিল কৃষিজীবী। এই পত্রিকা চিরস্থায়ী বন্দোবস্তের কুফল, জমিদারি শোষণ ও অত্যাচার, কৃষিজীবীদের অভাব অভিযোগ জনসমক্ষে তুলে ধরে।
২) নীলকর সাহেবদের অত্যাচার, জোরপূর্বক নীল চাষ করানো, দাদন নিতে বাধ্য করা এবং নিরক্ষর সহজ-সরল চাষীদের কীভাবে ঠকানো হতো তার কথাও তুলে ধরা হয়।
৩) এছাড়া সরকারি শিক্ষা নীতি বিষয়ে পাশ্চাত্য শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের বেকারত্বের কথা তুলে ধরা হয়।
রাজনৈতিক প্রতিফলন :
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে বাংলা তথা ভারতীয়দের রাজনৈতিক চিন্তা চেতনা প্রতিফলিত হয়। জানা যায় -
১) ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি সমর্থন করে নি।
২) নীলচাষীদের আন্দোলন সমর্থন করে সে-সম্পর্কে খবর প্রচার করে রাজনৈতিক চেতনা বৃদ্ধিতে সাহায্য করে।
৩) এই পত্রিকার প্রচার-এর ফলে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির যে ব্রিটিশ-মোহ মুক্তি ঘটে তাও ফুটে ওঠে বিভিন্ন লেখায়।
৪) ইউরোপীয়রা দরিদ্র চাষীদের উপর ইংরেজদের অত্যাচারের কথা জানতে পারে এই পত্রিকার সৌজন্যে।
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সীমাবদ্ধতা :
তবে এই পত্রিকাটির (হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার) কিছু সীমাবদ্ধতাও ছিল।
🔻এখানে উল্লেখ্য, এই পত্রিকা নীল বিদ্রোহকে সমর্থন করলেও অন্য দুটি বিদ্রোহকে সমর্থন করেনি।
🔻পত্রিকাটি বৃহত্তর সমাজের কাছে পৌঁছতে পারেনি।
মূল্যায়ন :
তবে, এই বিদ্রোহ দুটি দমনে সরকারের নিষ্ঠুরতা ও প্রতিহিংসাপরায়ণ নীতির সমালোচনা করা হয়েছিল। তাছাড়া, সমাজজীবনের প্রতিফলনে, জাতীয়তাবাদের প্রচারে, দেশাত্মবোধের জাগরণে 'হিন্দু পেট্রিয়ট' পত্রিকা বলিষ্ঠ ও অনমনীয়় ভূমিকা পালন করেছিল।
---------//--------
⬛ বিকল্প প্রশ্ন সমূহ :
✅ টীকা লেখ : হিন্দু পেট্রিয়ট পত্রিকা
✅হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বাংলার সমকালীন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখ।
✅ঊনবিংশ শতকের সংস্কার আন্দোলনে 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার গুরুত্ব ( ভূমিকা / অবদান ) নির্ণয় (মূল্যায়ন) করো।
আরও পড়তে পড়তে পারো ( দুই নম্বরের জন্য) ঃ
১) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায় ?
⬛ গুরুত্বপূর্ণ তথ্য :
🔴 এটি ১৮৫৩ সালের ৬ই জানুয়ারি সাপ্তাহিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে এবং পরে ১৮৯২ সালের ১৬ই মার্চ দৈনিক পত্রিকায় পরিণত হয়।
🔴 প্রতিষ্ঠাতা মধুসূদন রায়
🔴 প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ।
🔴 নীল বিদ্রোহের সময় সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন