ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কি ছিল?
বাংলাদেশ তিতুমীরের নেতৃত্বাধীন ওহাবী আন্দোলনের চরিত্র বা প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। রমেশচন্দ্র মজুমদার বিহারীলাল সরকার প্রমূখ এই আন্দোলনকে সাম্প্রদায়িক ও হিন্দু বিরোধী বলে অভিহিত করেছেন।
অন্যদিকে হান্টার, থর্নটন প্রমূখ ঐতিহাসিক ওহাবী আন্দোলনে কোন সাম্প্রদায়িকতার ছাপ দেখতে পাননি। নরহরি কবিরাজ ও ডঃ কুয়েমুউদ্দিন আহমেদ প্রমুখ বিভিন্ন তথ্য উপস্থাপন করে একে অত্যাচারী জমিদার নীলকর এবং ইংরেজ বিরোধী বিদ্রোহ বলে দাবি করেছেন।
বস্তুত, ওহাবী আন্দোলনে সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও এই আন্দোলনে অচিরেই ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনে রূপান্তরিত হয়।
---------------------x-------------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন