‘ছোটনাগপুর প্রজাস্বত্ব’ আইন কি?
ভারতের প্রাচীনতম আদিবাসীদের মধ্যে একটি উল্লেখযোগ্য গোষ্টি হলো মুন্ডা।
চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মুন্ডাদের খুৎকাঠি প্রথা বা যৌথ মালিকানা ব্যবস্থা বাতিল হলে ১৮৯৯ সালে বিরসা মুন্ডার নেতৃত্বে ইংরেজ ও জমিদারদের উপর ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করে, যা ‘উলগুলান’ নামে পরিচিত।
দমননীতি চালিয়ে এই বিদ্রোহ দমন করলেও ব্রিটিশ সরকার বাধ্য হয় মুন্ডাদের অনুকূলে প্রজাস্বত্ব আইন বা টেন্যান্সি অ্যাক্ট - ১৯০৮ ঘোষণা করতে, যা ‘ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন’ নামে পরিচিত।
এই আইনের ফলে, ১) গুন্ডাদের খুৎকাঠি প্রথা কিছুটা স্বীকৃতি লাভ করে,
২) মুন্ডাদের বিনা বেতনে বেগার খাটা নিষিদ্ধ হয়,
৩) সরকার মুন্ডাদের অভাব-অভিযোগের সমাধানের উদ্যোগ গ্রহণ করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন