দশম শ্রেণির (মধ্যমিকের) ইতিহাস, দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত (প্রশ্নের মান - ১) প্রশ্নোত্তর।
মাধ্যমিক ইতিহাস - ২০২২ দ্বিতীয় অধ্যায় এক বাক্যে উত্তর
একটি বাক্যে উত্তর দাও :
১) বাংলায় ‘বন্দিনী বামা মুক্তির যুগ’ বলা হয় কোন সময়কে?
উনিশ শতককে বাংলায় বন্দিনী বামা মুক্তির যুগ বলে অভিহিত করা হয়।
মনে রেখো :
উনিশ শতকে ‘বামাবোধিনী পত্রিকা’র মাধ্যমে নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো, নারী সচেতনতা বৃদ্ধি, তাদের অধিকার ও মর্যাদা আদায়ের যোগ্য করে তোলা হয়। এই কারণে উনিশ শতককে বাংলায় বন্দিনী বামা মুক্তির যুগ বলে অভিহিত করা হয়।
২) গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, বুঝিনি কাঙাল হরিনাথ নামে ও সমধিক পরিচিত ছিলেন।
৩) আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?
আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৪) দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে?
দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কান্দুকুরি বীরসালিঙগম পানতুলু।
মনে রেখো : এই প্রশ্নটি সিলেবাসের বাইরে থেকে দেওয়া।
৫) হিন্দু কলেজের বর্তমান নাম কী?
হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ।
অতি অতি সম্প্রতি এই কলেজটি বিশ্ববিদ্যালয়ে উন্নত হয়েছে।
৬) কে কবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?
হিন্দু কলেজের অধ্যাপক ভিভিয়ান ডিরোজিও তাঁর অনুগামীদের নিয়ে ১৮২৮ সালে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।
৭) ভারতের প্রথম দুজন মহিলা ডাক্তারের নাম লেখ।
ভারতের প্রথম দুজন মহিলা ডাক্তারের নাম হল কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখি বসু।
৮) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৫৭ সালে ২৪ শে জানুয়ারি।
৯) আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
‘আদি ব্রাহ্মসমাজ’ (১৮৬৬) প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
মনে রেখো : বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ, ব্রাহ্ম আচার্যদের উপবীত ধারণ, সংস্কৃতের পরিবর্তে বাংলায় মন্ত্রোচ্চারণ প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেনের তীব্র মতবিরোধ দেখা দেয়। ফলে ১৮৬৬ সালে কেশব চন্দ্র সেন ও তাঁর অনুগামীরা ব্রাহ্মসমাজ থেকে বহিস্কৃত হন।
এই পটভূমিতে ১৮৬৬ সালে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে গড়ে ওঠে ‘ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ’ এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্মসমাজ ‘আদি ব্রাহ্মসমাজ’ নামে খ্যাতি লাভ করে।
১০) কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন?
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন।
মনে রেখো : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ১৮৫৮ সালে কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজ এ যোগদান করেন। দেবেন্দ্রনাথ ঠাকুর তার প্রতিভা ও দক্ষতার পরিচয় পেয়ে তাঁকে ব্রহ্মানন্দ উপাধি দেন।
১১) বাউল গানের প্রবর্তক কে?
বাউল গানের প্রবর্তক হলেন লালন ফকির বা লালন সাঁই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন