কারা পাগলাপন্থী নামে পরিচিত?
ময়মনসিংহ জেলার শেরপুর পরগনায় পাহাড়ের পাদদেশে গারো উপজাতির মানুষেরা বসবাস করত। ফকির করিম শাহ চাঁদগাজী এই উপজাতীয়দের মধ্যে এক নতুন ধর্মমত প্রচার করেন। এই ধর্মের মূল কথা হলো, সকল মানুষ ঈশ্বরের সৃষ্ট, কেউ কারো অধীন নয়। সুতরাং উচ্চ-নিচ ভেদাভেদ করা সঙ্গত নয়। এই ধর্মমতের অনুগামীরা বাউল বা পাগলাপন্থী নামে পরিচিত।
করিম শাহ এর মৃত্যুর পর তার পুত্র টিপু শাহ টিপু পাগলের নেতৃত্বে পাগলাপন্থী গারো জনগণ জমিদার ও ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে শামিল হয়। এই আন্দোলন ‘পাগলাপন্থী বিদ্রোহ’ নামে পরিচিত।
-----------x-----------
বিকল্প প্রশ্ন :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন