তারিখ ই মোহাম্মদিয়া'র গুরুত্ব লেখ।
‘তারিখ ই মোহাম্মদিয়া’ কথার অর্থ হল মোহাম্মদ প্রদর্শিত পথ। আব্দুল ওয়াহাব নামে জনৈক ব্যক্তি অষ্টাদশ শতকে আরব দেশে এক ধরনের সংস্কার আন্দোলন শুরু করেন, যার মূল ভিত্তি ছিল তারিখ ই মোহাম্মদিয়া।
এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কোরআন ও হাদিসের আলোকে ইসলামের শুদ্ধিকরণ ঘটানো। আব্দুল ওহাবের নাম অনুসারে এই আন্দোলন ওয়াহাবি আন্দোলন নামে ইতিহাসে পরিচিত।
ভারতে এই আন্দোলনের সূচনা করেন শাহ ওয়ালীউল্লাহ এবং তার পুত্র আজিজ। বাংলাদেশে তিতুমীরের নেতৃত্বে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে।
এই আন্দোলন ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও তিতুমীর এই আন্দোলনকে অচিরেই কৃষক আন্দোলনে রূপান্তরিত করেন।
-----------x----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন