বিপ্লবী আন্দোলনে সুর্য সেনের অবদান লেখো।
![]() |
বিপ্লবী আন্দোলনে সুর্য সেনের অবদান |
Write Surya Sen's contribution to the revolutionary movement.
১৮৯৪ সালে ২২ শে মার্চ চট্টগ্রাম জেলার নোয়াপাড়া গ্রামে মাস্টারদা সূর্যসেন জন্মগ্রহণ করেন। বাংলা তথা ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে। শিক্ষকতা করার সময়ই তিনি বিপ্লবী আদর্শের সঙ্গে জড়িয়ে পড়েন এবং বিদ্রোহের মুখ্য নায়ক (‘মাস্টারদা’) হয়ে ওঠেন।
বিপ্লবী আন্দোলনে সূর্য সেনের অবদান
বিপ্লবী আদর্শের প্রচার :
মাস্টারদা সূর্যসেন বিশ্বাস করতেন যে, অহিংস ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের পতন ঘটানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সশস্ত্র বিপ্লবী আন্দোলন।
বিপ্লবী আদর্শের লক্ষ্য :
এই আদর্শের প্রচার ও প্রসারের লক্ষ্য ছিল পরিকল্পিতভাবে চট্টগ্রামে একটি সশস্ত্র বৈপ্লবিক অভ্যুত্থান ঘটানো এবং চট্টগ্রাম থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। সেই সঙ্গে চট্টগ্রামকে একটি ‘স্বাধীন অঞ্চল’ হিসেবে ঘোষণা করা।
বিপ্লবী সংগঠন স্থাপন :
এই আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে মাস্টারদা সূর্যসেন সশস্ত্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। এই উদ্দেশ্যে ১৯১৮ সালে তিনি একটি গুপ্ত বিপ্লবী দল গড়ে তোলেন। পরবর্তীতে এই দল পরিচালনার অভিযোগে তিনি গ্রেপ্তার হন এবং ১৯২৩ সালে মুক্তি পান।
এরপর তিনি তাঁর ছাত্র ও চট্টগ্রামের ‘যুগান্তর গোষ্ঠী’র বিপ্লবীদের নিয়ে গড়ে তোলেন ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’। এই সংগঠনের সভাপতি ছিলেন সূর্যসেন এবং সহ-সভাপতি ছিলেন অম্বিকা চক্রবর্তী। শহর সংগঠনের দায়িত্বে ছিলেন গনশ ঘোষ ও অনন্ত সিং এবং গ্রামীণ সংগঠনের দায়িত্ব ছিল নির্মল সেনের উপর।
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন :
চট্টগ্রামকে ‘স্বাধীন অঞ্চল’ হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৯৩০ সালের ১৮ই এপ্রিল রাত দশটায় তাঁর সংগঠনের (ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি) সদস্যরা চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ করেন। অস্ত্রশস্ত্র লুট, অস্ত্রাগারে আগুন, টেলিফোন, টেলিগ্রাফ সহ রেল-যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা ইত্যাদি ছিল এই আক্রমণের উল্লেখযোগ্য ঘটনা। এই ঘটনা সশস্ত্র বিপ্লবের ইতিহাসে ‘চট্টগ্রাম অস্ত্রাগাল লুণ্ঠন’ নামে পরিচিত।
স্বাধীন সরকার প্রতিষ্ঠা :
সাফল্যের সঙ্গে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর মাস্টারদা সূর্যসেন চট্টগ্রামে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন। এই বিপ্লবী প্রজাতান্ত্রিক সরকারের প্রধান হন তিনি নিজেই।
জালালাবাদের যুদ্ধ :
কিন্তু এই সরকার দীর্ঘস্থায়ী হয়নি। মাস্টারদা তাঁর সহযোগীদের নিয়ে নিকটবর্তী জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন এবং সেখান থেকেই সরকার পরিচালনা করেন। কিন্তু চট্টগ্রামে নোঙর করা রুশ জাহাজের রেডিও বার্তা থেকে ইংরেজ সরকার এই ঘটনার খবর পায়। ফলে ব্রিটিশ বাহিনী জালালাবাদ পাহাড় ঘিরে ফেলে। ব্রিটিশ বাহিনীর সঙ্গে শুরু হয় অসম লড়াই। এই লড়াই ‘জালালাবাদের মুক্তিযুদ্ধ’ নামে পরিচিত। লড়াইয়ে ৮০ জন ইংরেজ সেনা নিহত এবং ১২ জন বিপ্লবী শহীদ হন।
ইউরোপিয়ান ক্লাব আক্রমণ :
এই যুদ্ধ চলাকালীন মাস্টারদা সূর্যসেন ধলঘাট গ্রামে আত্মগোপন করেন। অন্যদিকে তাঁর পরিকল্পনা মত সহযোগী বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রাম পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পরিকল্পনা করেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন এবং ধারা পড়ার আগে আত্মহত্যা করেন।
মাস্টারদার গ্রেপ্তার, বিচার ও ফাঁসি :
এই এই সমস্ত কার্যকলাপকে সামনে রেখে ব্রিটিশ সরকার সূর্য সেনকে ধরার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে। অবশেষে ১৯৩৩ সালের ১৬ই ফেব্রুয়ারি গৈরালা গ্রামে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। শুরু হয় বিচার। ১৯৩৪ সালের ১২ই জানুয়ারি মধ্যরাতে ‘অস্ত্রাগার লুণ্ঠন’ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অজুহাতে তাঁকে ফাঁসি দেওয়া হয়।
মাস্টারদা সূর্যসেনের মূল্যায়ন :
এভাবে সীমাহীন সাহসের সঙ্গে মাস্টারদা সূর্যসেন তাঁর বিপ্লবী কার্যকলাপ সংঘটিত করেন। ফাঁসিতে তাঁর মৃত্যু হলেও ভারতীয় বিপ্লবীদের কাছে দেশের মুক্তির জন্য তাঁর আত্মবলিদানের এই দৃষ্টান্ত অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। কোন কোন ঐতিহাসিক জালালাবাদের যুদ্ধকে ইংরেজদের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামের প্রথম দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে থাকেন।
--------xx-------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- উনবিংশ ও বিংশ শতকে বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের অবদান লেখো।
- বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকার মূল্যায়ন করো।
- বাংলায় বিপ্লব সংগঠনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা বিশ্লেষণ করো।
- বিশ শতকের প্রথমার্ধে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী কার্যকলাপের মূল্যায়ন করো।
এই অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
- বাংলায় নমঃশূদ্র (চন্ডাল বা মতুয়া) আন্দোলনের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা কর।
- স্বদেশি আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল?
- দলিত আন্দোলনে শ্রী নারায়ন গুরু ও আম্বেদকরের ভূমিকা কী ছিল?
- দলিত কাদের বলা হয়? ভারতে দলিত আন্দোলনের বিকাশ কিভাবে হয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন