ভারতে দলিত আন্দোলনের বিকাশ
![]() |
ভারতে দলিত আন্দোলনের বিকাশ |
ভারতে দলিত আন্দোলনের বিকাশ কীভাবে হয়?
How did the Dalit movement develop in India?
দলিত কারা :
‘দলিত’ কথাটি এসেছে ‘দলন’ শব্দ থেকে, যার অর্থ হল দমিয়ে রাখা। যুগ যুগ ধরে ভারতীয় সমাজে উচ্চবর্ণের মানুষেরা নিম্নবর্ণের মানুষদের ওপর অর্থনৈতিক ও সামাজিক শোষণ, দমনপীড়ন ও বঞ্চনা চালিয়ে আসছে। উচ্চবর্ণের মানুষের দ্বারা শোষিত,নিপীড়িত ও বঞ্চিত এই নিম্নবর্ণের জনগোষ্ঠী ‘দলিত’ নামে পরিচিত।
উল্লেখ্য, ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে এই দলিত শ্রেণি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। কেরালায় এরা এজাভা ও পুলায়া, কর্নাটকে চালাভাদি, তামিলনাড়ুতে নাদার, মহারাষ্ট্রে মাহার, দিল্লিতে বাল্মিকী, জম্মু-কাশ্মীরে বাসিথ, উত্তর ভারতের চামার, এবং বাংলায় নমঃশূদ্র নামে পরিচিত।
দলিত আন্দোলন কী :
বিশ শতকের শুরু থেকে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী এই সমস্ত শোষিত, নিপীড়িত ও বঞ্চিত জনগোষ্ঠী তাদের সঙ্গে ঘটে চলা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে এক ব্যাপক আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলন ‘দলিত আন্দোলন’ নামে পরিচিত।
এইসব দলিত আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা হলেন — মাদ্রাজের এ. কে. গোপালন, কেরালার শ্রী নারায়ণ গুরু, মহারাষ্ট্রে ড. ভীমরাও রামজি আম্বেদকার এবং বাংলায় হরিচাঁদ ঠাকুর।
দলিত আন্দোলনের বিকাশ ও গতিপ্রকৃতি :
ইংরেজ সরকার এবং মিশনারিদের উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে দলিত সম্প্রদায়ের কিছু মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়। ফলে তাঁরা এগিয়ে আসেন এই সম্প্রদায়ের মানুষকে সচেতন ও আন্দোলন মুখী করে তোলার উদ্দেশ্যে। তাঁদের এই উদ্যোগ বিশ্লেষণ করলে দলিত আন্দোলনের বিকাশ ও গতিপ্রকৃতি বোঝা যায়।
১) জ্যোতিরাও ফুলে : মহারাষ্ট্র
- জ্যোতিরাও ফুলে ছিলেন জাতিতে মালি এবং পেশায় কৃষক। তিনি মহারাষ্ট্রের কুনবি, মালি, মাঙ, মাহার প্রভৃতি জনগোষ্ঠীকে একত্রিত করে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন।
- এছাড়া সমাজ সংস্কারের জন্য ১৮৭৩ সালে গড়ে তোলেন ‘সত্যশোধক সমাজ’।
- শিক্ষা প্রসারের জন্য পুনেতে তিনটি বিদ্যালয় গড়ে তোলেন।
২) শ্রী নারায়ণ গুরু : কেরালা
- নারায়ণ গুরু হলেন কেরালার দলিত সম্প্রদায়ের মানুষ। এযাবা, মাদার এবং অন্যান্য নিম্নবর্গের মানুষদের নিয়ে তিনি গড়ে তোলেন ‘এক জাতি, এক বর্ণ, এক ঈশ্বর’ নামক সংস্কার আন্দোলন।
- ১৯০৩ সালে প্রতিষ্ঠা করেন ‘শ্রী নারায়ণ ধর্মপরিপালন যোগম’। উদ্দেশ্য হল নিম্নবর্গের মানুষদের জন্য তৈরি মন্দিরগুলো পরিচালনা করা।
- হিন্দু মন্দিরে প্রবেশাধিকারের দাবিতে গড়ে তোলেন ভাইকম সত্যাগ্রহ।
৩) বীরশালিঙ্গম পানতুলু : অন্ধ্রপ্রদেশ
- বীরশালিঙ্গম নিজে ব্রাহ্মণ হয়েও অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, দেবদাসী প্রথা ইত্যাদির বিরুদ্ধে তিনি সংস্কার আন্দোলন শুরু করেন। ‘সংঘ সমাস করণ সমাজম’ গঠন করে তিনি এই আন্দোলন চলিয়েছিলেন।
৪) রামস্বামী নাইকার : কেরালা
- কেরালার কংগ্রেস নেতা ই ভি রামস্বামী নাইকার হিন্দু ধর্ম ও ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। তাঁর ‘আত্মমর্যাদা আন্দোলন’ নামে পরিচিত এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে।
৫) বি আর আম্বেদকর : মহারাষ্ট্র
- বিশ শতকের দলিত আন্দোলনে নতুন মাত্রা যোগ হয় ডক্টর বি. আর. আম্বেদকরের নেতৃত্বে। তিনি ব্যক্তিগতভাবে লড়াই চালিয়ে দলিতদের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থানকে পাল্টে ফেলেন।
- তাঁর প্রচেষ্টায় ভারতীয় সংবিধানে দলিত শ্রেণীর জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু হয়।
৬) হরিচাঁদ ঠাকুর : বাংলায়
- বাংলায় দলিত আন্দোলনকে ব্যাপক আকার দেন হরিচাঁদ ঠাকুর। তাঁর এই আন্দোলন ‘নমঃশূদ্র আন্দোলন’ নামে পরিচিত।
- হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর ‘মতুয়া মহাসংঘ’-এর ছত্রছায়ায় নমঃশূদ্র আন্দোলনকে রাজনৈতিক চেহারা দেন। ফলে ১৯১১ সালে নমঃশূদ্ররা সরকারি তালিকাভুক্ত হয়।
৭) মহাত্মা গান্ধি :
- গান্ধিজি মানবিকতার দিক থেকে দলিত সমস্যা ও তাদের অধিকারের দিকগুলি উপলব্ধি করেন। তিনি দলিতদের হরিজন বলে অভিহিত করেন এবং মন্দিরে প্রবেশাধিকার মেনে নেন।
- তবে তিনি তাদের সংখ্যালঘু মনে করতেন না এবং পৃথক রাজনৈতিক অধিকার দেওয়ার পক্ষপাতী ছিলেন না।
- গান্ধিজি সমাজে বর্ণ প্রথাকে ‘বৃক্ষ’ ও অস্পৃশ্যতাকে ‘পরগাছা’ বলে অবিহিত করেন এবং বৃক্ষকে রেখে পরগাছাকে উপড়ে ফেলার বিধান দেন। কিন্তু আম্বেদকর মনে করতেন, বর্ণপ্রথাকেই ধংস করতে হবে।
মূল্যায়ন :
এভাবে সারা ভারতজুড়ে দলিত সম্প্রদায় বিভিন্ন নেতার নেতৃত্বে নানান সামাজিক সংস্কারমূলক ও রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে তাঁরা তাঁদের অধিকার আদায়ে সক্ষম হয়। কিছুটা ইংরেজ সরকারের সদিচ্ছায়, কিছুটা নিজেদের উদ্যোগে এবং উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই আন্দোলনগুলো সফলতা লাভ করে।
--------xx-------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- দলিত আন্দোলন বলতে কী বোঝো? বিশ শতকে কীভাবে এই আন্দোলনের বিকাশ ঘটে?
- দলিত কারা? কেন তাদের দলিত বলা হয়? দলিত আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
- দলিত কাদের বলা হয়? দলিত আন্দোলনের গতিপ্রকৃতি সংক্ষেপে লেখো।
- বিশ শতকে ভারতে দলিত আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন করো।
- বিশ শতকে ভারতে দলিত আন্দোলনের বিভিন্ন ধারা বর্ণনা করো এবং এর ফলাফল বা তাত্পর্য লেখো।
এই বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- বাংলায় নমঃশূদ্র (চন্ডাল বা মতুয়া) আন্দোলনের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা কর।
- দলিত আন্দোলনে শ্রী নারায়ন গুরু ও আম্বেদকরের ভূমিকা কী ছিল?
- দলিত কাদের বলা হয়? ভারতে দলিত আন্দোলনের বিকাশ কীভাবে হয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন