সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর। মাধ্যমিক - ২০১৭
![]() |
সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা |
উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে ভারতে নারী সমাজের অবস্থান সম্পর্কে সচেতনতা বাড়ে। ‘বামাবোধিনী’র মত পত্রিকা এই চেতনাকে জনপ্রিয় করে তোলে। ফলে নারীরা ঘরের বাইরে বেরোতে উৎসাহিত হয়, যার প্রভাব পড়ে ভারতীয় রাজনীতিতেও। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করলে এই প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।
সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা :
প্রেক্ষাপট বা পটভূমি :
বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বদেশী আন্দোলনের সময় প্রথম নারীরা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের অনুপ্রেরণা পায়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলো কৃষ্ণকুমার মিত্রের কন্যা কুমুদিনী মিত্রের ‘সুপ্রভাত’ এবং মীরা দাশগুপ্তের ‘বেনু’ পত্রিকা। নারী পরিচালিত এই পত্রিকা দুটি মেয়েদের মধ্যে স্বদেশপ্রেম জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
সরলাদেবী চৌধুরানীর ‘লক্ষ্মীর ভান্ডার’ গঠন ও ‘বীরাঙ্গনা ব্রত’ পালনের মাধ্যমে নারীদের স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ ও অস্ত্র চালনায় পারদর্শী করে তুলেছিলেন।
১) ভগিনী নিবেদিতা ও বিপ্লবী আন্দোলন :
ভগিনী নিবেদিতা ইতালির ঐক্য আন্দোলনের বিপ্লবী নেতা ম্যাৎসিনির জীবনী গ্রন্থ অনুশীলন সমিতিকে উপহার দিয়ে বিপ্লবী আন্দোলনকে উৎসাহিত করেছিলেন। এই গ্রন্থ থেকে বিপ্লবীরা গেরিলা যুদ্ধ পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে।
এছাড়া নানাভাবে তিনি অনুশীলন সমিতি ও যুগান্তর দল নামক বিপ্লবী দলকে সাহায্য করেছিলেন। এছাড়া বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্তকে দিয়েছিলেন ক্রপটকিনের লেখা ‘বিপ্লবী আত্মকথা’ ও ‘রুশ ও ফরাসি কারাগার’ নামক দুটি গ্রন্থ।
২) লীলা নাগ ও বিপ্লবী আন্দোলন :
লীলা নাগ রায় ১৯২৩ সালে দিপালি সংঘ এবং ১৯২৬ সালে দিপালী ছাত্রীর সংঘ প্রতিষ্ঠার নারীদের শরীরচর্চা ও অস্ত্রশিক্ষার ব্যবস্থা করেন। সেই সঙ্গে বিপ্লবী অনিল রায়ের শ্রীসঙ্ঘে যোগদান করে বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নিয়ে যান।
৩) প্রীতিলতা ওয়াদ্দেদার ও বিপ্লবী আন্দোলন :
মাস্টারদা সূর্যসেনের সহযোগী এবং প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য হিসাবে বিপ্লবী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ ইত্যাদির মধ্য দিয়ে বিপ্লবী আন্দোলনকে অনেকটা এগিয়ে নিয়ে গেছিলেন।
৪) কল্পনা দত্ত ও বিপ্লবী আন্দোলন :
কল্পনা দত্ত বিপ্লবী সূর্যসেনের আরেক সহযোগী। তিনি বিপ্লবীদের গোপন কাগজপত্র ও অস্ত্রশস্ত্র সংরক্ষণ করার দায়িত্ব পালন করতেন। বন্দী বিপ্লবী নেতাদের মুক্ত করার জন্য ডিনামাইট ষড়যন্ত্র মামলায় জড়িয়ে পড়েন। পরে গ্রেপ্তার হন এবং ১৯৩৯ সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।
৫) শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর ভূমিকা :
শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী জেলা ম্যাজিস্ট্রেট চার্লস স্টিভেন্সকে গুলি করে হত্যা করেন।
৬) বীণা দাস ও বিপ্লবী আন্দোলন :
বীণা দাস ছিলেন বিপ্লবী সংগঠন ছাত্রী সংঘের সদস্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ডায়োসেশন কলেজের ছাত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সময় স্যানেট হলে তিনি গভর্নর ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যার চেষ্টা করেন। ফলে তার নয় বছর কার দন্ড হয়।
৭) লক্ষ্মী সায়গল ও বিপ্লবী আন্দোলন :
লক্ষ্মী সায়গল ছিলেন আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী ঝাঁসি ব্রিগেডের ক্যাপ্টেন। ১৯৪৪ সালে তিনি নেতাজীর নেতৃত্বে ভারতের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান করেন। এই কারণে তিনি গ্রেফতার হন। তার নেতৃত্বে প্রায় ১৫০০ জন নারী বিপ্লবী কর্মকান্ডে যুক্ত হয়েছিলেন।
৮) অন্যান্য নারীর ভূমিকা :
এছাড়া বাংলার বহু নারী এ সময় বিভিন্নভাবে বিপ্লবী কর্মকান্ডে যুক্ত হয়েছিলেন। মৃণালিনী দেবী, মনোরমা দেবী, হেম প্রভাদেবী, ননীবালা দেবীরা অস্ত্র মজুত, বিপ্লবীদের আশ্রয়দান, গোপনে সংবাদ প্রেরণ ইত্যাদি কাজে নিযুক্ত থেকে বিপ্লবী আন্দোলনকে এগিয়ে দিয়েছিলেন।।
বিপ্লবী আন্দোলনের মূল্যায়ন :
এভাবে ভারতীয় নারী সমাজ বিপ্লববাদের প্রচারে ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই পর্বে সশস্ত্র বিপ্লবী আন্দোলন ইংরেজদের মনে যে ভয়ের জন্ম দিয়েছিল, তাকে আরও বাড়িয়ে দিয়েছিল এইসব দুঃসাহসিক নারী বিপ্লবীদের কার্যকলাপ।
--------xx-------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- উনবিংশ ও বিংশ শতকে বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান লেখো।
- বাংলায় বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকার মূল্যায়ন করো।
- বাংলায় বিপ্লব সংগঠনে নারী সমাজের ভূমিকা বিশ্লেষণ করো।
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ও বিশ শতকের প্রথমার্ধে নারী সমাজের বিপ্লবী কার্যকলাপের মূল্যায়ন করো।
এই অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
- বিপ্লবি আন্দোলনে প্রীতিলতা ও কল্পনা দত্তের ভূমিকা কী ছিল?
- বঙ্গভঙ্গ আন্দোলনে ( স্বদেশি আন্দোলনে ) নারীর ভূমিকা আলোচনা কর।
- অসহযোগ আন্দোলনে নারীসমাজের অবদানের মূল্যায়ন কর।
- ভারত ছাড়ো আন্দোলনে নারীসমাজের অংশগ্রহণ সম্পর্কে তোমার মত ব্যাখ্যা কর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন