আধুনিক ইতিহাস চর্চার নানা বৈচিত্রগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো।
অথবা,
সাম্প্রতিককালে ইতিহাসের আলোচনার বিষয়বস্তুর নানা শাখা সংক্ষেপে লেখো।
ইতিহাস হল মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ। এখানে থাকে সমগ্র মানব সমাজের সমগ্র অংশের সুখ-দুঃখ হাসি-কান্নার বা উত্থান-পতনের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। তাই আধুনিক ইতিহাসচর্চায় বৈচিত্র্য এসেছে।
নতুন সামাজিক ইতিহাস :
নতুন সামাজিক ইতিহাস :
কিন্তু অতীতে ইতিহাসে শুধুমাত্র রাজা-মহারাজা কিংবা অভিজাতদের কথা লেখা থাকতো। বর্তমানে এই ধারায় পরিবর্তন এসেছে। এখন এখানে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ এমনকি প্রান্তিক অন্তজদের আলোচনাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। তাই এই ইতিহাস নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত।
জার্মান দার্শনিক কার্ল মার্কস, ভারতীয় ঐতিহাসিক রোমিলা থাপার ও ইরফান হাবিব, ফরাসি ঐতিহাসিক মার্ক ব্লখ এই ধরার ইতিহাস চর্চা করেছেন।
খেলার ইতিহাস :
আধুনিক ইতিহাসের চর্চায় খেলার ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ, এই ইতিহাস সমাজ-সংস্কৃতির আলোচনায় ও জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচিত হচ্ছে।
এধরনের ইতিহাস চর্চায় জে এ ম্যাসান, রিচার্ড হোল্ড ('স্পোর্টস অ্যান্ড দ্য ব্রিটিশ - আ মডার্ন হিস্ট্রি'), রামচন্দ্র গুহ, বোরিয়া মজুমদার (ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া)গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
খাদ্যাভ্যাসের ইতিহাস :
মানব সভ্যতার ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসের পরিবর্তন থেকে তাদের ওপর অন্য কোন সংস্কৃতির প্রভাবের বিষয়টি উপলব্ধি করা যায়। যেমন ঢাকা প্রাদেশিক সরকারের মর্যাদা পেলে সেখানকার অধিবাসীদের রন্ধনপ্রণালীতে পারসিক খাদ্যরীতির মিশেল ঘটে। ফলে 'ঢাকাই খাবার'এর উদ্ভব হয়।
পোশাক-পরিচ্ছেদের ইতিহাস :
পোশাক-পরিচ্ছদ একই সঙ্গে ব্যক্তির অৰ্থ-সামাজিক অবস্থান, রুচি ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে। এছাড়া সংশ্লিষ্ট যুগের পরিবেশগত পরিবর্তন সম্পর্কে ধারণা করা যায় পোশাক-পরিচ্ছদের ব্যবহার থেকে। যেমন, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মহিলাদের অনুকরণেই উনিশ শতকে বাঙালি সমাজে ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পড়ার সূত্রপাত হয়।
শিল্পচর্চার ইতিহাস :
শিল্পচর্চা জাতির আত্মপরিচয়ের সাথে সংপৃক্ত। সাংস্কৃতিক দিক থেকে একটি জাতি কীভাবে পরিপুষ্ট হয়ে ওঠে তা তাদের শিল্পচর্চার ইতিহাস থেকে জানা যায়। শিল্পচর্চার মধ্যে সামগ্রিকভাবে পড়ে সংগীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। মান্না দে-র লেখা 'জীবনের জলসাঘর' থেকে সংগীতের ইতিহাস জানা যায়। মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখের নাটকের মাধ্যমে জাতীয়তাবাদের প্রসার ঘটে।
স্থাপত্যের ইতিহাস :
আধুনিক ইতিহাসচর্চায় স্থাপত্যের ইতিহাস যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। এই শিল্প কোন সময়ের অর্থ-সামাজিক অবস্থা ও সংস্কৃতির বিবর্তনকে বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আলেকজান্ডার কানিংহাম, পার্সি ব্রাউন, জেমস ফার্গুসন প্রমুখের স্থাপত্যের ইতিহাসচর্চা প্রাচীন ভারতের ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
দৃশ্যশিল্পের ইতিহাস :
ইতিহাসের লিখিত উপাদানগুলি অধিকাংশ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রচিত হয় না। এক্ষেত্রে দৃশ্যশিল্পগুলি (ছবি আঁকা, ফটোগ্রাফি) বিষয়কে কোনোরকম অস্পষ্টতা ছাড়াই ফুটিয়ে তোলে। এজন্য আধুনিক ইতিহাসচর্চায় দৃশ্যশিল্পের ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ।
পরিবেশের ইতিহাস :
মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া খুবই স্বাভাবিক ঘটনা। এর জন্য ঘটছে বিভিন্ন পরিবেশ আন্দোলন। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন এমনি কিছু পরিবেশ আন্দোলনের উদাহরণ। সুতরাং পরিবেশের ইতিহাস আধুনিক ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে।
বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস :
মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আপলোড চলছে। ..........অপেক্ষা কর।
জার্মান দার্শনিক কার্ল মার্কস, ভারতীয় ঐতিহাসিক রোমিলা থাপার ও ইরফান হাবিব, ফরাসি ঐতিহাসিক মার্ক ব্লখ এই ধরার ইতিহাস চর্চা করেছেন।
খেলার ইতিহাস :
আধুনিক ইতিহাসের চর্চায় খেলার ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ, এই ইতিহাস সমাজ-সংস্কৃতির আলোচনায় ও জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচিত হচ্ছে।
এধরনের ইতিহাস চর্চায় জে এ ম্যাসান, রিচার্ড হোল্ড ('স্পোর্টস অ্যান্ড দ্য ব্রিটিশ - আ মডার্ন হিস্ট্রি'), রামচন্দ্র গুহ, বোরিয়া মজুমদার (ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া)গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
খাদ্যাভ্যাসের ইতিহাস :
মানব সভ্যতার ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসের পরিবর্তন থেকে তাদের ওপর অন্য কোন সংস্কৃতির প্রভাবের বিষয়টি উপলব্ধি করা যায়। যেমন ঢাকা প্রাদেশিক সরকারের মর্যাদা পেলে সেখানকার অধিবাসীদের রন্ধনপ্রণালীতে পারসিক খাদ্যরীতির মিশেল ঘটে। ফলে 'ঢাকাই খাবার'এর উদ্ভব হয়।
পোশাক-পরিচ্ছেদের ইতিহাস :
পোশাক-পরিচ্ছদ একই সঙ্গে ব্যক্তির অৰ্থ-সামাজিক অবস্থান, রুচি ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে। এছাড়া সংশ্লিষ্ট যুগের পরিবেশগত পরিবর্তন সম্পর্কে ধারণা করা যায় পোশাক-পরিচ্ছদের ব্যবহার থেকে। যেমন, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মহিলাদের অনুকরণেই উনিশ শতকে বাঙালি সমাজে ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পড়ার সূত্রপাত হয়।
শিল্পচর্চার ইতিহাস :
শিল্পচর্চা জাতির আত্মপরিচয়ের সাথে সংপৃক্ত। সাংস্কৃতিক দিক থেকে একটি জাতি কীভাবে পরিপুষ্ট হয়ে ওঠে তা তাদের শিল্পচর্চার ইতিহাস থেকে জানা যায়। শিল্পচর্চার মধ্যে সামগ্রিকভাবে পড়ে সংগীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। মান্না দে-র লেখা 'জীবনের জলসাঘর' থেকে সংগীতের ইতিহাস জানা যায়। মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখের নাটকের মাধ্যমে জাতীয়তাবাদের প্রসার ঘটে।
স্থাপত্যের ইতিহাস :
আধুনিক ইতিহাসচর্চায় স্থাপত্যের ইতিহাস যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। এই শিল্প কোন সময়ের অর্থ-সামাজিক অবস্থা ও সংস্কৃতির বিবর্তনকে বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আলেকজান্ডার কানিংহাম, পার্সি ব্রাউন, জেমস ফার্গুসন প্রমুখের স্থাপত্যের ইতিহাসচর্চা প্রাচীন ভারতের ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
দৃশ্যশিল্পের ইতিহাস :
ইতিহাসের লিখিত উপাদানগুলি অধিকাংশ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রচিত হয় না। এক্ষেত্রে দৃশ্যশিল্পগুলি (ছবি আঁকা, ফটোগ্রাফি) বিষয়কে কোনোরকম অস্পষ্টতা ছাড়াই ফুটিয়ে তোলে। এজন্য আধুনিক ইতিহাসচর্চায় দৃশ্যশিল্পের ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ।
পরিবেশের ইতিহাস :
মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া খুবই স্বাভাবিক ঘটনা। এর জন্য ঘটছে বিভিন্ন পরিবেশ আন্দোলন। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন এমনি কিছু পরিবেশ আন্দোলনের উদাহরণ। সুতরাং পরিবেশের ইতিহাস আধুনিক ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে।
বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস :
মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আপলোড চলছে। ..........অপেক্ষা কর।
জীবনস্মৃতি থেকে 19 শতকেভারতের ইতিহাসের কি কি উপাদান পাওয়া যায়
উত্তরমুছুনজীবনের ঝরাপাতা গ্রন্থে কিভাবে দেশাত্মবোধের ভাবনা ফুটে উঠে
উত্তরমুছুনবঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গসমাজ এর জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল
উত্তরমুছুনজাতীয়তাবাদের উন্মেষ সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা আলোচনা করো
উত্তরমুছুন