বারাসাত বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন?
![]() |
বারাসাত বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? |
বারাসাত বিদ্রোহ ইসলামের পুনরুজ্জীবন ও ইসলাম ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন হিসাবে এই আন্দোলনের সূত্রপাত হলেও অচিরেই তা কৃষক আন্দোলনের চেহারা নেয়। এই আন্দোলনের ব্যর্থতার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্য করা যায় :
- দুর্বল সংগঠন ও আদিম অস্ত্রশস্ত্রের ব্যবহার,
- গেরিলা যুদ্ধনীতি ত্যাগ,
- বৃহত্তর হিন্দু সমাজের সঙ্গে অনৈক্য,
- মুসলিম মৌলবীদের একাংশের বিরোধিতা ইত্যাদি।
মূলত এই সমস্ত কারণে বারাসাত বিদ্রোহ সাফল্য লাভ করতে পারেনি।
--------xx--------
এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :
- বারাসাত বিদ্রোহের ব্যর্থতার কারণ কী?
- তিতুমীরের আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?
- বাঁশেরকেল্লা ধ্বংস হল কেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন